রেস্তোরাঁ থেকে বিতাড়িত গেয়ার |
হলিউড তারকা রিচার্ড গেয়ারকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বললেন এক মহিলার স্বামী। গেয়ারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মহিলার সঙ্গে ফ্লার্ট করছিলেন।
|
ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১২ জনই চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। ভোলা, নোয়াখালি ও চট্টগ্রাম জেলাই বেশি ক্ষতিগ্রস্ত।
|
মার্কিন দূতাবাসে ইয়েমেনি সুরক্ষা আধিকারিককে গুলি করল এক মুখোশ পরা বন্দুকধারী। এর জন্য আল কায়দাকেই প্রাথমিক ভাবে দায়ী করছে পুলিশ। বৃহস্পতিবারের ঘটনা।
|
বাংলাদেশ-ভারত সীমান্তের তিন বিঘা করিডরে ১ নভেম্বর থেকে দু’দেশের পতাকা একসঙ্গে নামানো হবে। এত দিন শুধু ভারতের জাতীয় পতাকাই ওঠানো-নামানো হতো।
|
অবসরপ্রাপ্ত এক পাক ব্রিগেডিয়ার অপহৃত হয়েছেন। কারা অপহরণ করেছে তা জানা যায়নি। বৃহস্পতিবার ইসলামাবাদের উপকণ্ঠে সিহালায়।
|
সুন্দর হওয়ার জন্য রক্ত নিচ্ছিলেন এক বিউটি ক্লিনিকে। তাতেই সেপটিক হয়ে মারা গেলেন এক মহিলা। আরও তিন জন লড়ছেন মৃত্যুর সঙ্গে।
|
৫১ বছরের মন্ত্রীর ২৭ বছরের প্রেমিকা। এই কথা ফেসবুক মারফত জানাজানি হওয়ার পরই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন তাইওয়ানের তথ্যমন্ত্রী হুইউ ওয়েই। |
তুষারধসে নিখোঁজ উজবেকিস্তানের দুই পবর্তারোহী। অন্নপূর্ণা শৃঙ্গে চড়তে গিয়ে তুষারধসের কবলে পড়েন তাঁরা।
|
বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান হারুন অল রশিদের ফের জেল হল। দুর্নীতির মামলায় তিনি অভিযুক্ত। |