ধৃত মহিলা পাচারকারী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বিয়ের নামে বিক্রি হয়ে যাওয়া এক কিশোরীকে উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ। পাচারচক্রে জড়িত অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তের তিওড় এলাকার ঘটনা। বুধবার ওই কিশোরীকে বালুরঘাটের আদালতে তোলা হলে বিচারক কিশোরীকে মালদহে হোমের আশ্রয়ে পাঠানোর নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ধৃত মহিলার নাম অঞ্জলি বর্মন তার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। হিলি থানার ওসি সৌম্যজিত রায় জানান, ঠাকুরপুড়া গ্রামের বাসিন্দা ধৃত মহিলা বিয়ের টোপ দিয়ে ৪ মাস আগে ওই কিশোরীকে ৩২ হাজারে উত্তরপ্রদেশে এক ব্যক্তিকে বিক্রি করেন অভিযোগ পেয়ে সেপ্টেম্বরে হিলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অঞ্জলি জানান, রাজেশ কুমার নামে এক ব্যক্তির কাছে তিনি ওই কিশোরীকে বিক্রি করেছেন। পুলিশ উত্তরপ্রদেশে গিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে উদ্ধার করে। অভিযুক্ত রাজেশ কুমার সহ ৩ জন পালায়। |
জল কিনছে ইসলামপুর
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
প্রতিটি পাড়ায় পানীয় জলের ব্যবস্থা না থাকায় ইসলামপুর পুরসভার বাসিন্দাদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমস্যার কথা জানিয়ে কোনও লাভ হচ্ছে না। উল্টে ভোগান্তি বেড়ে চলেছে। কে বলবে আমবাগান, আশ্রমপাড়া, দুর্গানগর, মিশনপাড়া, মেলার মাঠ, ছৌচিয়া, পালপাড়া ইসলামপুর পুরসভার অংশ। ওই সমস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই। বাসিন্দাদের নলকূপ ভরসা। সেখানে জল না জুটলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াতে হয়। বাসিন্দাদের অভিযোগ ওই পরিস্থিতির কথা পুরসভার কর্তাদের জানানো হয়েছে। কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না। তাই অনেকে বাধ্য হয়ে জল কিনে ব্যবহার করতে শুরু করেছেন। বাসিন্দা পেশায় শিক্ষক অন্তরা ঝা বলেন, “ইসলামপুর শহরের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এ ভাবে চলতে পারে না।” যে সব এলাকায় সরবরাহের ব্যবস্থা রয়েছে সেখানে টাইম কল খারাপ। কর্তারা সমস্যার কথা স্বীকার করে নিলেও কবে তা মিটবে তা জানাতে পারছেন না। |
অবরোধ ও বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ইটাহার ব্লকে বেআইনি ভুটভুটি বন্ধ করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ট্রেকার ও ট্যাক্সি চালকেরা। বুধবার দুপুরে এক ঘণ্টা ইটাহারের চৌরাস্তার মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, যাত্রী তোলা নিয়ে বিবাদের জেরে ভুটভুটি চালকদের একাংশ একটি ট্রেকারের চালক ও খালাসিকে মারধর করে। |
অবরোধে পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ছাত্রী ধর্ষণ করে খুনের প্রতিবাদে সরব পড়ুয়ারা। বুধবার সকাল ১০টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের তপনের বালাপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বালুরঘাট-তপন রাজ্য সড়ক দু’ঘন্টা অবরুদ্ধ থাকে। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ মহকুঁড়ি গ্রামের বাসিন্দা দ্বাদশের ছাত্রী মেহেরুন খাতুনের দেহ সোমবার পুকুর থেকে উদ্ধার করা হয়। |
জানলা গলে ঢুকে লুঠ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
জানালার রড ভেঙে ঢুকে অলঙ্কার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার ঘটনাটি ঘটে ইসলামপুরের ক্ষুদিরাম পল্লিতে। ঘটনার পরে পরিবারের লোক দেখেন জানলার রড ভাঙা। আলমারি থেকে নগদ গয়না উধাও। |
ট্রাকের ধাক্কায় বধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ইটাহারে থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম রেজিয়া খাতুন (৩৫)। |