নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
কেন্দ্রীয় পূর্ত দফতরের বোডর্র্ লাগানো দুটি গাড়ি রাস্তার এক পাশে রেখে গভীর রাতে জাতীয় সড়কে চলাচলকারী পণ্যবাহী ট্রাকের থেকে রোড ট্যাক্সের নামে তোলা আদায় করছিল চার-পাঁচ সদস্যের একটি দল। সকলেরই পরণে ছিল স্যুট এবং টাই। দূর থেকে পুলিশের গাড়ি আসতে দেখে গাড়িতে চড়ে চম্পট দেয় সকলকেই।
পুলিশ সূত্রের খবর, বেশকিছু দিন ধরেই নিজেদের কেন্দ্রীয় সরকারি কর্মী পরিচয় দিয়ে ধোপদুরস্ত পোশাক পড়ে কিছু ব্যাক্তি তোলা আদায় করছিল। মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। আটক করা হয়েছে একটি স্করপিও গাড়ি। জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগরে ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নাম বিপ্লব সরকার। তিনি কচুয়া বোয়ালমারির বাসিন্দা। কেন্দ্রীয় পূর্ত দফতরের এক ঠিকাদার সংস্থায় তিনি কাজ করেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
পুলিশ জানতে পেরেছে, দুটি গাড়ি ভাড়া নিয়ে গভীর রাতে জাতীয় সড়কে তোলা আদায় করত চক্রটি। দুটি গাড়ির সামনেই লাল রঙের বোর্ডে কেন্দ্রীয় পূর্ত দফতর এবং ভারত সরকার লেখা থাকত। পণ্যবাহী ট্রাক থামিয়ে চালককে নামিয়ে তোলা আদায় করা হত। টাকা না দিলে গ্রেফতারের হুমকি দেওয়া হত। সকলে হাতে লাঠিও রাখত।
মঙ্গলবার গভীর রাতে মোহিতনগর এলাকায় কিছু লোক তোলা আদায় করছে বলে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে। কোতোয়ালি থানার আইসি অচিন্ত্য গুপ্ত এলাকায় পুলিশ পাঠান। পুলিশের গাড়ি আসতে দেখে কয়েকজন অভিযুক্ত একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। আইসি জানান, ধৃতের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে। রাতের বেলায় সাদা পোশাকে জাতীয় সড়কে টহলদারি বাড়ানো হচ্ছে। |