নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বোনাসের টাকা ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় চা শ্রমিক স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে মদ্যপ স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম রাধিকা রাউতিয়া (২৭)। খুনের অভিযোগে স্বামী কুমার রাউতিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্ত্রীর বোনাসের টাকা নিয়ে বিবাদের পরে কুমার রাউতিয়া স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় কুমার রাউতিয়া স্ত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে, চুলের মুঠি ধরে বেড়ার থেকে খুলে বাঁশের ছুঁচলো অংশ স্ত্রীর থুতনির নীচের অংশ দিয়ে ঢুকিয়ে দেয়। অতিরিক্ত মদ্যপানের কারণে কুমার রাউতিয়াও কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। এদিন সকালে পড়শিরা ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে ঘরে ঢুকে রাধিকার মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। স্বামী কুমার রাউতিয়াকে পড়শিরাই ঘুম থেকে ডেকে তোলেন বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে স্বামীকে গ্রেফতার করেছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “খুনের মামলা দায়ের করা হয়েছে। স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীই ঘটনায় জড়িত বলে প্রমাণ মিলেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।” ডেঙ্গয়াঝাড় চা বাগানের হান্টু লাইনের বাসিন্দা এই দম্পতির মধ্যে টাকা পয়সা নিয়ে নিত্য বিবাদ লেগে থাকত বলে পড়শিরা জানিয়েছেন। তাঁদের দুই ছেলেমেয়ে কাকার কাছে থাকে। রাধিকা দেবী চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। তাঁর স্বামী বেকার। গত শনিবার পুজোরবোনাসের তিন হাজার টাকা পান রাধিকা দেবী। এর পরেই অশান্তি বেড়ে যায় বলে অভিযোগ। বোনাসের টাকা ছিনিয়ে নিতে বাধা পেয়ে কুমার খুন করে বলে অভিযোগ। হান্টুপাড়া কুলি লাইনের বাসিন্দারা জানিয়েছেন। এদিন জলপাইগুড়ির সদর ডিএসপি প্রভাত চক্রবর্তী এবং কোতোয়ালি থানার আই সি অচিন্ত্য গুপ্ত ঘটনাস্থলে যান। |