নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মালিকানা নিয়ে জটিলতা থাকায় শিলিগুড়ির সেবক রোডে মেয়র হোটেলের ‘সরাই’ লাইসেন্স বাতিল করল প্রশাসন। অতিরিক্ত জেলা শাসকের তরফে ৪ অক্টোবর চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এতে হোটেলে কাউকে রাখতে পারবেন না কর্তৃপক্ষ। নির্দেশিকায় জানানো হয়েছে, ওই হোটেলের সম্পত্তির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে, একটি মামলাও চলছে। শিলিগুড়ি আদালতে ওই মামলার জেরে মুনমুন সরকারের নামে গত ১০ সেপ্টেম্বর ওই হোটেলের যে ‘সরাই’ লাইসেন্স দেওয়া হয়েছিল তা খারিজ করা হল। হোটেলটির বর্তমান মালিক বলে দাবি করেন কাজল সরকার এবং তার স্ত্রী মুনমুনদেবী। বুধবার হোটেল ভবনের নিচ তলায় থাকা পুরনো দোকানদারদের একাংশ শিলিগুড়ি পুলিশ কমিশনারকে ‘সরাই’ লাইসেন্স বাতিলের বিষয়টি জানিয়ে নানা অনিয়মের ব্যাপারে অভিযোগ করেছেন। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “সরকারি ভাবে এখনও ওই হোটেলের ‘সরাই’ লাইসেন্স বাতিল হওয়ার বিষয়ে নথি পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” কাজলবাবু অবশ্য দাবি করেন, হোটেলে আপাতত থাকার বন্দোবস্ত করা হচ্ছে না। তবে ‘বার’ চলছে। কাজলবাবু বলেন, “হোটেল ভবনে নিচ তলায় কারবার করেন যে ব্যবসায়ীরা তাদের একাংশ ষড়যন্ত্র করে সরাই লাইসেন্স বাতিল করিয়েছেন।” তাঁর আরও দাবি, “ প্রশাসনকে জানানোর পর বুধবার ফের লাইসেন্স দেওয়া হয়েছে।” তবে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, কাজলবাবু মিথ্যা দাবি করছেন। লাইসেন্স থাকার কোনও প্রমাণ উনি দেখাতে পারেননি। শিলিগুড়ি থানা সূত্রেও জানা গিয়েছে, ফের লাইসেন্স পাওয়ার কোনও খবর জানা যায়নি। বরং লাইসেন্স বাতিল হওয়ার বিষয়টি জানার পর থানা থেকে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, হোটেলের মালিকানা হস্তান্তর হলেও তাঁদের তা জানানো হয়নি। কাজলবাবু বা তাঁর স্ত্রী এই সম্পত্তি কিনেছেন বলেও জানাননি। কাজলবাবু পুরনো ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টা করছেন। লাইসেন্স ছাড়া হোটেল কী ভাবে চলছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। |