প্রাথমিকে নিয়োগ তালিকা থেকেই, নির্দেশ কোর্টের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ যে-প্যানেল বা তালিকা তৈরি করেছিল, তা মেনেই নিয়োগ করতে হবে। রাজ্য সরকারের আপিল মামলা খারিজ করে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার আগেই ওই প্যানেল অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে। বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ বুধবার রাজ্যের আপিল মামলা খারিজ করে দিয়ে ৩৩ জন আবেদনকারীকে চার সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দিতে বলেছে। ২০০৬ সালে বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সংসদ কর্মসংস্থান কেন্দ্রের কাছে নাম চায়। কর্মসংস্থান কেন্দ্র নথিভুক্ত প্রার্থীদের ক্রম অনুযায়ী নাম পাঠায়। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের পরে তালিকা তৈরি হয়। এই প্রক্রিয়া শেষ হতে ২০১১ সালের মার্চ মাস হয়ে যায়। মে মাসে সরকার বদলের পরে শুরু হয় নিয়োগ। নতুন সরকার নভেম্বরে জানায়, ওই প্যানেল থেকে বেশ কিছু নাম বাদ যাবে। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিলীপ প্রধান-সহ প্যানেলে নাম থাকা কিছু প্রার্থী হাইকোর্টে মামলা করেন। আবেদনকারীদের জয় হয়। কিন্তু রাজ্য ডিভিশন বেঞ্চে আপিল করে। কিছু আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, কর্মসংস্থান কেন্দ্রে নাম লিখিয়ে বহু প্রার্থী বছরের পর বছর অপেক্ষা করেছেন। এত দিন পরে ডাক পেয়ে, পরীক্ষা দিয়ে সফল হয়ে যখন তাঁরা নিয়োগপত্র পেয়ে কাজে যোগ দিতে যাচ্ছেন, তখন সরকার তাঁদের নিয়োগ বাতিল করতে পারে না। ডিভিশন বেঞ্চও মনে করে, সরকারি বিজ্ঞপ্তিতে যা বলা ছিল, সেই অনুযায়ী প্যানেল চূড়ান্ত করে নিয়োগপত্র দেওয়ার আগে কিছু নাম বাদ দেওয়াটা বৈষম্য। প্যানেলে নাম থাকা সত্ত্বেও শিক্ষা সংসদ যাঁদের নিয়োগপত্র দিচ্ছে না, এই রায়ের পরে তাঁদের সকলকে তা দিতে হবে। অন্য যাঁরা মামলায় যোগ দিতে চেয়েছেন, তাঁদের বক্তব্যও শুনবে ডিভিশন বেঞ্চ। |
জয়ী পূর্বাশা সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
কাকদ্বীপ স্পোর্টস অ্যাসাসিয়েশনের উদ্যোগে কাকদ্বীপের ১৬টি দলের মধ্যে লিগ ও পরে নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে পূর্বাশা সঙ্ঘ ও কাকদ্বীপ রিক্রিয়েশন ক্লাব। ম্যাচে রিক্রিয়েশন ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূর্বাশা সঙ্ঘ। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হন পূর্বাশার আশিষ কয়াল। জয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন মহকুমাশাসক অমিত নাথ। খেলা পরিচালনায় ছিলেন ত্রিদিব বারুই, পূর্ণেন্দু সিংহ, সুকুমার মাইতি ও শঙ্কর বর। এ দিন ফাইনাল ম্যাচের আগে প্রাক্তন ফুটবলারদের নিয়ে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। |
স্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
অশোকনগরের কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ দলের নক-আউট স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় জিতল অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন। শনিবার ফাইনালে তারা উদ্যোক্তা স্কুলকে টাইব্রেকারে হারিয়ে দেয়। প্রতিযোগিতার সেরা হন জয়ী দলের শান্তনু দেবনাথ। ফাইনালের সেরা হন উদ্যোক্তা স্কুলের গোলকিপার অভিজিৎ রায়। |
বিক্ষোভ সমাবেশ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মহিলাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা, সার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো-সহ বিভিন্ন দাবিতে বসিরহাটে ইছামতী সেতুর কাছে ইটিন্ডা রোডের পাশে বুধবার বিক্ষোভ সমাবেশ করল বামপন্থী কৃষক সংগঠনগুলি। উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়, মহম্মদ সেলিম প্রমুখ। সমাবেশের শেষে মহকুমাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। |
থানা ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বুধবার দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করা, ফসলের নায্য দাম সহ বিভিন্ন দাবিতে বাসন্তী ও গোসাবা থানা ও ব্লক অফিস ঘেরাও করল আরএসপি। উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য নেতৃত্ব। |
দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করতে এসে অস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ল বাপ্পা পাহাড়ি নামে এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের কাঁচদহ বাজারে। |
পুকুরে মিলল এক বৃদ্ধের দেহ। বুধবার, বারাসত স্টেশনের কাছে। মৃতের নাম চিত্তরঞ্জন দাস (৮০)। ঘটনার তদন্ত করছে পুলিশ। অন্য দিকে, মঙ্গলবার দক্ষিণ শহরতলির মঙ্গলপুর থেকে জয়দেব নস্কর (৪৪) নামে এক ব্যক্তির নলি কাটা দেহ মেলে। দেহের পাশে একটি ছুরি মিলেছে। |