রাস্তার একটি অংশের মালিকানা নিয়ে বিবাদের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল রাস্তা তৈরির কাজ। শেষ পর্যন্ত ওই বেহাল রাস্তা সারাতে এগিয়ে এলেন এলাকার মহিলারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনরা বাদুড়িয়া ব্লকে।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার দক্ষিণ যদুরহাটি গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে একটি রাস্তা চলে গিয়েছে যদুরহাটি আদর্শ বিদ্যালয় পর্যন্ত। একশ মিটারেরও বেশি দীর্ঘ এই রাস্তাটির একটি অংশ স্থানীয় এক গ্রামবাসীর বাধায় মেরামত করা হচ্ছে না বলে বলে অভিযোগ। রাস্তা নিয়ে এই বিবাদে থানায় অভিযোগ-পাল্টা অভিযোগও হয়। ফলে ওই রাস্তা সংস্কার না হওয়ায় জল-কাদা ভরা রাস্তা দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছিল। |
মঙ্গলবার সকালে ৪০-৫০ জন মহিলা নিজেরাই ঝুড়ি-কোদাল নিয়ে রাস্তার ওই অংশ মেরামত করতে নেমে পড়েন। সকাল ৮টা থেকে বিকাল ৩টে পর্যন্ত চলে রাস্তা সংস্কারের কাজ। দলের অন্যতম সোমা পান্তি জানালেন, “স্কুল, পঞ্চায়েত, হাট-বাজার, হাসপাতাল, থানা সহ গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার একমাত্র উপায় এই রাস্তা। রাস্তাটা খানাখন্দে ভরে গিয়েছে। একটি পরিবারের বাধায় রাস্তার সংস্কার আটকে আছে। তাই আমরা মহিলারা বাধ্য হয়ে রাস্তা সারাতে নেমে পড়েছি॥
দক্ষিণ যদুরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজি আব্দুল রসিদ বলেন, “ওই রাস্তাটি স্থানীয় মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কমলবাবুর দাবি ওই রাস্তার কিছুটা অংশ তাঁর। এর ফলে রাস্তার এই অংশে মেরামত সম্ভব হচ্ছিল না। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় সমস্যায় পড়ছিল। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে তাই নিজেরাই রাস্তা সংস্কার করেছেন।” |