গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। রামনগর থানার রেড়্যাপদ্মপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত সিতারা বিবি (২১) এগরার খালসুটিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর দুই আগে রেড়্যাপদ্মপুর গ্রামের আলেম শাহের সঙ্গে বিয়ে হয় সিতারা বিবির। আলেম কমর্সূত্রে চেন্নাইতে থাকেন। সিতারার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই সিতারার উপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকেরা। গত সোমবার রাতে শ্বশুর মইনুদ্দিন শাহ, শাশুড়ি পারুল বিবি, দুই দেওর সফিউল ও আজিজুল, সিতারাকে বেধড়ক মেরে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। সিতারার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিতারার বাবার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা পলাতক।
|
টালিগঞ্জের এক সিনেমা পরিচালকের সহকারীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। ধৃত রঞ্জিত মান্নার বাড়ি কোলাঘাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, এক সময় রঞ্জিত মান্না টালিগঞ্জের এক পরিচালক-প্রয়োজকের সঙ্গে কাজ করতেন। ওই পরিচালকের একটি সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতান রঞ্জিত। মঙ্গলবার দুপুরে কাঁথি শহরের একটি লজে কয়েকজন যুবক-যুবতীর অডিশন নেওয়ার সময় খবর পেয়ে স্বয়ং সেই পরিচালক ও তাঁর স্ত্রী হাতেনাতে ধরে ফেলেন রঞ্জিতকে। পরে পুলিশ রঞ্জিতকে গ্রেফতার করে।
|
মঙ্গলবার সিপিএমের কৃষকসভার সম্মেলন হল কাঁথি-৩ ব্লকের ধাউড়িয়াবাড় গ্রামে। সম্মেলনে খুচরো ব্যবসায়ে বিদেশি পুঁজির অনুপ্রবেশ, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও তৃণমূলের সন্ত্রাস নিয়ে বক্তব্য রাখেন সিপিএমের জোনাল সম্পাদক কালীপদ শিট, স্বপন খাঁড়া, অনন্ত পণ্ডা, সুশান্ত প্রধান, ঝড়েশ্বর বেরা প্রমুখ। সভা শেষে কৃষকসভার একটি মিছিল বেরয়।
|
রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়াল দিঘার শিবালয় রোডে। স্থানীয়রা ব্যাগটি দেখে খবর দেন দিঘা মোহনা থানায়। পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে। মোহনা থানার ওসি নবকুমার রাজোয়ার জানান, ব্যাগটিতে কিছু কাপড় ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
|
মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। পুলিশ জানায়, মৃত ভানুপ্রসাদ মণ্ডলের (৪২) বাড়ি ময়নার রামচকে। বুধবার সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন ভানুপ্রসাদবাবু। বেলা ১২টা নাগাদ ঝড়বৃষ্টির সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।
|
১৪তম আন্তঃমহাবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিন, বুধবার রঙ্গোলি প্রতিযোগিতা হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। এ দিনই সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কাউন্সিলের সচিব আবদুর রহিম। হাজির ছিলেন ছাত্র কল্যাণ বিভাগের ডিন জয়ন্ত কিশোর নন্দী, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের ডিরেক্টর সুনীল মল্লিক প্রমুখ। |