পাড়ুকোনের শহরে অ্যাকাডেমি খোলার ভাবনা সাইনার
পুল্লেলা গোপীচন্দের কাছে হায়দরাবাদে ট্রেনিং করলেও সাইনা নেহওয়াল তাঁর নিজের ব্যাডমিন্টন অ্যাক্যাডেমি ভবিষ্যতে হয়তো খুলবেন প্রকাশ পাড়ুকোনের শহর বেঙ্গালুরুতে। এমন খবরও ভারতীয় ব্যাডমিন্টন মহলে শোনা যাচ্ছে যে, ভবিষ্যতে হয়তো হায়দরাবাদের পাট চুকিয়ে ভারতের সর্বকালের সেরা মেয়ে ব্যাডমিন্টন তারকা বেঙ্গালুরুতেই বসবাস করবেন।
অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা আপাতত লন্ডন অলিম্পিক-উত্তর তাঁর প্রথম টুর্নামেন্টে নামতে চলেছেন। অলিম্পিক থেকে ফিরে পুরো একশো ভাগ ফিট ছিলেন না বলে চিন আর জাপানে দুটো বড়মাপের আম্তর্জাতিক টুর্নামেন্টে খেলেননি সাইনা। নিজের বিশাল ভাবমূর্তির সঙ্গে কোনও রকম আপসে রাজি নন ভারতীয় ক্রিকেটারদের বাইরে ব্র্যান্ডের জগতে দেশের সবচেয়ে দামি ক্রীড়াবিদ সাইনা।
দুই অলিম্পিক পদকজয়ী। মেরি কমের সঙ্গে সাইনা। বুধবার বেঙ্গালুরুতে। ছবি: পিটিআই
অলিম্পিকে ব্রোঞ্জ জেতার ম্যাচের পরে সাইনা প্রথম ম্যাচ খেলবেন ডেনমার্ক ওপেনে। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মেয়ে হান লি-র বিরুদ্ধে। ১৭ অক্টোবর প্রথম রাউন্ডে। বিশ্বের ২২ নম্বর হান-কে একবারই মুখোমুখি হয়ে সাইনা হারিয়েছেন এ বছরই তাইল্যান্ড ওপেনে। ডেনমার্কের পরে সাইনা খেলবেন ফরাসি ওপেনে। প্যারিসে বিশ্বের সেরা তিন চিনা মেয়েওয়াং ইহান, লি জুরুই এবং ওয়াং জিনের অনুপস্থিতিতে বিশ্বের চার নম্বর সাইনা শীর্ষ বাছাই।
“আমি এখন ফিট, তাজা এবং দারুণ কন্ডিশনে আছি,” ইউরোপিয়ান সার্কিটে রওনা হওয়ার আগে বলেছেন সাইনা। বেঙ্গালুরুতে নিজের অ্যাকাডেমি করার পরিকল্পনা নিয়ে সাইনা বলেছেন, “বাগানের শহরে প্রচণ্ড ব্যাডমিন্টন নিয়ে আগ্রহ। দেশের একটা বড় রিয়েল এস্টেট কোম্পানি আমাকে এ ব্যাপারে পুরো সহায়তা দিতে রাজি। আমাদের মধ্যে এক দফা কথাও হয়েছে।” আরও যোগ করেছেন, “প্রকাশ পাড়ুকোনের শহরে ব্যাডমিন্টন নিয়ে তুমুল আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে আমি এখানে অ্যাকাডেমি খুলে যদি দেশকে ওঁর কাছাকাছিও এক জন প্লেয়ার দিতে পারি তা হলেই যথেষ্ট। তবে আমি যদি ব্যাডমিন্টন খেলে এত দূর আসতে পারি, তা হলে অন্যরাও নিশ্চয়ই পারবে। সেই আশা নিয়েই আমি দেশকে ব্যাডমিন্টনে কিছু ফিরিয়ে দিতে চাই ভবিষ্যতে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
Nationa• | Foreign| Business | Sports | Health| Environment | Editoria• | Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.