সানিয়ার নতুন মিক্সড ডাবলস সঙ্গী হয়তো বব ব্রায়ান
বিশ্বের সর্বকালের সফলতম ডাবলস জুটি ব্রায়ান ভাইদের কনিষ্ঠ বব ব্রায়ান খুব সম্ভবত ২০১৩ গ্র্যান্ড স্ল্যাম মরসুমে সানিয়া মির্জার নতুন মিক্সড ডাবলস সঙ্গী হচ্ছেন। লন্ডন অলিম্পিকের দল নির্বাচন নিয়ে ভারতীয় টেনিসের বৃহত্তম সঙ্কটের ধাক্কায় মহেশ ভূপতির সঙ্গে সানিয়ার মিক্সড ডাবলস জুটি ভেঙে যায়। যে ভারতীয় জুটির গ্র্যান্ড স্ল্যাম খেতাব আছে ২০০৯ অস্ট্রেলীয় ওপেনে। ভারতীয় টেনিসের সর্বকালের সেরা মেয়ে খেলোয়াড় সানিয়ার একমাত্র গ্র্যান্ড স্ল্যাম খেতাব।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে স্বামী শোয়েব মালিকের দল শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে সমর্থন জানাতে সানিয়া এখন দক্ষিণ আফ্রিকায়। সেখানে একটি সূত্রের খবর, মাস দেড়েক আগে যুক্তরাষ্ট্র ওপেন চলাকালীন ডাবলসে বিশ্বের এক নম্বর বব ব্রায়ানকে পরের বছর চারটে গ্র্যান্ড স্ল্যামেই তাঁর সঙ্গে খেলার ব্যাপারে সানিয়া এক রকম রাজি করিয়ে ফেলেছেন।
দু’জনের মধ্যে আলোচনা অনুযায়ী আসন্ন এটিপি এবং ডব্লিউটিএ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল টুর্নামেন্টের পরে নতুন ইন্দো-মার্কিন জুটির আনুষ্ঠানিক ঘোষণা হবে। গত কাল পর্যন্ত পাকিস্তানের এক নম্বর টেনিস তারকা আইসাম কুরেশির নাম শোনা যাচ্ছিল সানিয়ার নতুন মিক্সড ডাবলস পার্টনার হিসেবে। কেউ কেউ লন্ডন অলিম্পিকে সানিয়ার পার্টনার লিয়েন্ডার পেজের সম্ভাবনাও দেখছিলেন। জল্পনাটা সানিয়ারই তৈরি। তিনি বলেন, তাঁর পরের মরসুমের জন্য মিক্সড ডাবলস পার্টনার বাছা হয়ে গিয়েছে। কিন্তু এখনই তাঁর নাম বলবেন না। যথাসময়ে জানাবেন।
চৌত্রিশ বছর বয়সি, বাঁ-হাতি বব যমজ ভাই মাইকের চেয়ে আড়াই মিনিটের ছোট। ডাবলস-মিক্সড ডাবলস মিলিয়ে ১৮টা গ্র্যান্ড স্লাম জিতেছেন। তার মধ্যে ছ’টা মিক্সড ডাবলস। অধরা শুধু অস্ট্রেলীয় ওপেন।
ডাবলস সার্কিটে বব ব্রায়ানের রেকর্ড
• টানা ২৮৭ সপ্তাহ ধরে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে।
• ৭ বার বিশ্বের এক নম্বর হয়ে বছর শেষ করা।
• ৮২টা খেতাব।
• টানা ৭ বার বছরে অন্তত একটা গ্র্যান্ড স্ল্যাম জয়।
এবং সব ঠিকঠাক এগোলে সেই মেলবোর্নেই প্রথম সানিয়াকে নিয়ে বব নামবেন আগামী জানুয়ারিতে। তবে ২০১২ গ্র্যান্ড স্ল্যামে মিক্সড ডাবলসে ববের সময় ভাল যায়নি। ফরাসি ওপেনে সেরেনা উইলিয়ামস-বব ব্রায়ান জুটি প্রথম রাউন্ডেই ছিটকে যায়। অলিম্পিকে লিজেল হুবারের সঙ্গে ববের জুটি দ্বিতীয় বাছাই ছিল। কিন্তু সেখানেও প্রথম রাউন্ডে হারেন। যুক্তরাষ্ট্র ওপেনে কিম ক্লিস্টার্স জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন বব ব্রায়ানের সঙ্গে জুটি বেঁধেই মিক্সড ডাবলসে। বস্তুত মিক্সড ডাবলসে বব ব্রায়ানের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয় তিন বছর আগে। যুক্তরাষ্ট্র ওপেনে। লিজেল হুবারকে নিয়ে। সানিয়া এখন তাঁর নতুন মার্কিন সঙ্গীর ভাগ্য ফেরাতে পারেন কিনা সেটা দেখার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
Nationa• | Foreign| Business | Sports | Health| Environment | Editoria• | Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.