ক্ষমা চাইলেন ফেডেরারের ‘খুনি’ ব্লগার
সংবাদসংস্থা • সাংহাই |
অবশেষে স্বস্তি পেলেন রজার ফেডেরার। চিনা ওয়েবসাইটে যে ব্লগার তাঁকে খুনের হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি আজ দুঃখপ্রকাশ করলেন এবং ক্ষমাও চেয়ে নিলেন। যে ব্লগে বিশ্বের সেরা টেনিস তারকাকে খুন করার হুমকি দিয়েছিলেন, সেই ব্লগেই এবার ‘ব্লু ক্যাট পলিথিজম ফাউন্ডার ০৭’ নামের সেই ব্লগার লিখলেন, “আমি ভীষণ দুঃখিত। আসলে আমি ফেডেরারের ভক্তদের সঙ্গে তর্ক করছিলাম। তখন বোকার মতো কী সব লিখেছি। আশা করি আয়োজকরা আমার সমস্যাটা বুঝবেন। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন এবং যদি সম্ভব হয়, রজার ও তাঁর পরিবারের কাছেও আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন।” আগের ব্লগে তিনি লিখেছিলেন, “টেনিসকে ধ্বংস করার জন্য ৬ অক্টোবর রজার ফেডেরারকে খুন করার পরিকল্পনা আছে আমার।” সেই হুঁশিয়ারিতে টেনিস দুনিয়ায় সাড়া পড়ে যায়। অবশেষে সব জল্পনার অবসান হল।
|
সানডে-ঝড়ে বিপর্যস্ত পুলিশের রক্ষণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হ্যাটট্রিকের উল্লাস। —নিজস্ব চিত্র |
সানডে ঝড়ে উড়ে গেল পুলিশের রক্ষণ। বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে জেতালেন ডেভিড সানডে। কলকাতা প্রিমিয়ার লিগের এই ম্যাচটি এর আগে দু’দিন খারাপ আলোর জন্য ভেস্তে গিয়েছিল। বুধবার অবশ্য নির্বিঘ্নেই সমাপ্ত হল মহমেডান বনাম পশ্চিমবঙ্গ পুলিশ ম্যাচ। অলোক মুখোপাধ্যায়ের দল জিতল ৩-০ গোলে। পুলিশের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সানডে, অ্যালফ্রেডরা। যদিও প্রথম গোল পেতে প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মহমেডানকে। প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন সানডে। ম্যাচের ৬৬ ও ৮৯ মিনিটে বাকি দুটি গোল করেন মহমেডানের নাইজিরীয় স্ট্রাইকারটি। গোলের খরা কাটিয়ে সানডে গোল পাওয়ায় অনেকটাই চিন্তামুক্ত মহমেডান কোচ অলোক মুখোপাধ্যায়। ম্যাচ শেষে মহমেডান কোচ জানিয়েছেন,“একটা বড় জয়ের দরকার ছিল। এই জয়টা দলের আত্মবিশ্বাস বাড়াবে। আর সানডে গোল পাওয়ায় আমি নিজে অনেকটাই চিন্তামুক্ত।” এদিকে মোহনাবাগানের বিরুদ্ধে ১৬ অক্টোবর এয়ারলাইন্স কাপের ফাইনাল খেলতে হবে মহমেডানকে।
|
পুলিশি ‘অত্যাচারে’ ইস্তফা ঘাউড়িদের
নিজস্ব প্রতিবেদন |
এক পুলিস কর্তার জেদ ও ঔদ্ধত্যের কাছে কি শেষ পর্যন্ত মাথা নোয়াতে হবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের? মুম্বই ক্রিকেটেমহল জুড়ে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
শহরের এক ‘ক্রিকেটপ্রেমী’ পুলিশ কর্তার কাছে চূড়ান্ত অপমানিত হয়ে সম্প্রতি মুম্বই ক্রিকেট সংস্থার ক্রিকেট উন্নয়ন কমিটি থেকে ইস্তফা দিয়েছেন কারসন ঘাউড়ি, বলবিন্দর সিংহ সাঁধু ও নীলেশ কুলকার্নি। মুম্বইয়ের তিন টেস্ট ক্রিকেটারের এহেন অত্যাচারিত’ হওয়া নিয়ে এখন তীব্র ডামাডোল সচিন-গাওস্করের শহরের ক্রিকেটমহলে। “আপনারা ক্রিকেটের কী বোঝেন?” ঘাউড়িদের উদ্দেশ্যে এমসিএ-র কমিটি বৈঠকে এমন মন্তব্যও করেছেন বলে মুম্বই পুলিসের সিনিয়র ইন্সপেক্টর দীপক পাটিলের বিরুদ্ধে অভিযোগ। সেই অভিযোগ যদিও অস্বীকার করেছেন পুলিশের কর্তা। তবে এর জেরে ঘাউড়িদের এমসিএ-র কমিটি থেকে পদত্যাগের ঘটনায় এখন কার্যত বিভক্ত মুম্বই ক্রিকেটমহল। পাশাপাশি ক্রিকেট-প্রশাসনে ক্রিকেটের বাইরের লোকেদের থাকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
|
বিশ্ব বক্সিংয়ে নতুন বিভাগে বিজেন্দ্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লন্ডন অলিম্পিকের ব্যর্থতা ঝেড়ে ফেলতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে একেবারে নতুন বিভাগে লড়বেন বিজেন্দ্র সিংহ। ভারতের সুদর্শন বক্সার পরের বছর বিশ্ব মিটে আরও বেশি ওজনের ক্যাটেগরিতে নিজের ভাগ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নিয়ে ৮১ কেজি বিভাগে নামবেন। “এ বছরের আর বেশি বাকি নেই। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে আমি নামছি না। পরের বছরের গোড়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করাটাই আমার এখন লক্ষ্য,” বলেছেন ২০১২ অলিম্পিকে ৭৫ কেজিতে কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়া বিজেন্দ্র। ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৫ কেজিতেই বিশ্বের এক নম্বর বক্সারের সম্মান অর্জন করেছিলেন। চার বছর আগে বেজিং অলিম্পিকে বিজেন্দ্রর ব্রোঞ্জ জয়ও ৭৫ কেজি থেকেই। হায়দরাবাদে ৩০ নভেম্বর থেকে শুরু জাতীয় বক্সিংয়ে বিজেন্দ্র বিশেষ অতিথি থাকবেন। এই নিয়ে টানা পাঁচ বছর তিনি জাতীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। দিল্লিতে এসেছিলেন পশুদের নিয়ে সার্কাসে খেলা দেখানোর বিরুদ্ধে প্রচারের কাজে।
|
জয় দিয়ে শুরু করল অনুর্ধ্ব-১৪ মেয়েরা
সংবাদসংস্থা • সিজুকা |
জয় দিয়ে সার্ক টুর্নামেন্টে যাত্রা শুরু করল অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। জাপানের সিজুকায় তোকিনোসুমিকা স্পোর্টস সেন্টারে সার্ক টুর্নামেন্টের প্রথম ম্যাচেই অফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ভারতের অনুর্ধ্ব ১৪ মেয়েদের ফুটবল দল। ভারতের হয়ে দুটি গোলই করেছে কৃষ্ণা পণ্ডিত। |