কংগ্রেস প্রার্থীকে মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
কৃষি সমবায় সমিতির ভোটে কংগ্রেস প্রার্থীকে মারধর করে মনোনয়ন তুলতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আগামী ২০ নভেম্বর গোঘাটের শ্যামবাটী বায়ুগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোট। সোমবার থেকে বুধবার পর্যন্ত ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন। ছ’টি আসনে ভোটের জন্য ৭৪টি মনোনয়ন তোলা হয়েছে। ৭৩টিই তৃণমূলের। কংগ্রেসের তরফে একমাত্র মনোনয়নপত্র তোলেন নির্মল মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, সোমবার মনোনয়ন তুলে বেরোনোর পরেই তৃণমূলের বেশ কিছু ছেলে তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে। তাঁর মনোনয়নপত্রও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ নাথ। কংগ্রেসের বক্তব্য, বিষয়টি পুলিশকে জানানো হলে পরের দু’দিন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু যে ভবন থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে, তার বাইরে পুলিশ মোতায়েন ছিল। সমবায়ের গেটেই তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নির্মলবাবু। লাঠি নিয়ে তাড়া করেছে তৃণমূলের লোকজন। প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেও সহযোগিতা মেলেনি বলে তাঁর দাবি। সমবায় দফতরের আধিকারিক তথা নির্বাচনের রিটার্নিং অফিসার অরুণ সরকার বলেন, “কোনও অভিযোগ এখনও পাইনি।” গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্তর বক্তব্য, “এমন কোনও ঘটনাই ঘটেনি। অন্য কোনও দল মনোনয়ন তুলতেই যায়নি। কুৎসা রটাচ্ছে কংগ্রেস।” গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল অবশ্য বলেন, “গ্রামের লোকই মনোনয়নপত্র ছিঁড়েছে। এর সঙ্গে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয়।” |
স্কুল ভোটে মুখোমুখি কংগ্রেস-তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
স্কুল পরিচালন সমিতি এবং সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে হাওড়ার বিভিন্ন এলাকায় কংগ্রেস এবং তৃণমূল লড়াই শুরু করেছে। জগৎবল্লভপুরের গোবিন্দপুর অনুরাগ বিদ্যামন্দিরের স্কুল পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। কংগ্রেস এবং তৃণমূল পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। কংগ্রেস ৬টি আসনেই তৃণমূলকে হারিয়ে দিয়েছে। শ্যামপুরের বাড়গড়চুমুক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও কংগ্রেসের সঙ্গে লড়াই হয় তৃণমূলের। কংগ্রেসকে সমর্থন করে সিপিএম এবং বিজেপি। এখানে আবার তৃণমূল ৯টি আসনেই কংগ্রেস প্রার্থীদের হারিয়ে দেয়। শ্যামপুরেরই বাছরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৯টি আসনেই জয়ী হয় তৃণমূল। তৃণমূল নেতা শ্যাম মেটিয়ার দাবি, “কংগ্রেস একটি মাত্র আসনে প্রার্থী দিয়েছিল। তবে হালে পানি পায়নি।” কংগ্রেস নেতা আতিয়ার খান অবশ্য বলেন, “আমরা প্রার্থীই দিইনি। কোনও নির্দল প্রার্থী হয়তো দাঁড়িয়েছিলেন।” দু’টি সমবায় সমিতিতেই নির্বাচন হয় রবিবার। কংগ্রেস-তৃণমূলের এই লড়াইয়ের মাঝে অবশ্য ব্যতিক্রম ছিল ডোমজুড়ের বেগড়ি গার্লস হাইস্কুল। রবিবার এই স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল জোট করে লড়াই করে সিপিএমকে ছ’টি আসনের সব ক’টিতেই পরাজিত করেছে। |
চাঁদার জুলুম, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
মঙ্গলবার সকালে আরামবাগ-তারকেশ্বর রোডে হরিণখোলায় লরি আটকে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। ধৃতদের নাম সুরজিৎ দুলে ও স্বপন মাল। ধৃতদের বাড়ি হরিণখোলার পুরাতন হাটতলা পাড়ায়। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, সপ্তাহ দু’য়েক আগেই এলাকার পুজো কমিটিগুলিকে রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা তুলতে নিষেধ করা হয়েছিল। |
অস্বাভাবিক মৃত্যু গোঘাটের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
এক দুধ ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল সোমবার সন্ধ্যায় গোঘাটের বেঙ্গাইয়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নারায়ণ পাল (৫১)। মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
গঙ্গায় তলিয়ে গেল কিশোর
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে। সুমন হালদার নামে ওই কিশোরের বাড়ি ঠাকুরগলি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ষোলোর সুমন স্থানীয় একটি গাড়ি সারানো গ্যারাজে কাজ করে। মঙ্গলবার কাজের শেষে গ্যারাজের অন্যদের সঙ্গে সে গঙ্গায় স্নান করতে যায়। হঠাৎ জোয়ার এসে যাওয়ায় অন্যেরা পাড়ে উঠে পড়লেও সুমন পারেনি। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি শুরু করেন। ডুবুরিও আনা হয়। |
রানি রাসমণির জন্মদিন পালন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সম্প্রতি উত্তরপাড়া গণভবনে লোকমাতা রানি রাসমণির ২২০ তম জন্মদিন পালন করা হয়। আয়োজনে ছিলেন ওই পরিবারেরই উত্তরসূরী ইন্দ্রাণী চৌধুরী। উপস্থিত ছিলেন বেলুড়মঠের স্বামী অরুণাত্মানন্দ, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। |
হাওড়া ময়দান এলাকাতে ছিনতাই |
হাওড়া ময়দান এলাকাতে ভরদুপুরে এক মহিলার বালা ছিনতাই হয়েছে। পুলিশ জানায়, নীলিমা কর নামে এক মহিলা এ দিন দুপুরে হাওড়া ময়দান এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে নিজের গয়না তোলেন। গয়নাগুলি একটি রুমালে বেঁধে হাতে রেখেছিলেন। জিটি রোডের ধারে রিকশার জন্য অপেক্ষা করার সময় ছিনতাইবাজেরা তাঁর গয়না-সহ রুমালটি নিয়ে পালায়। |