নিজস্ব সংবাদদাতা • জাঙ্গিপাড়া |
হজে যাওয়ার আগে ফুরফুরা শরিফ! নিজের পথেই চলছেন আব্দুর রেজ্জাক মোল্লা!
বুধবার দুপুরে মুসলিম সম্প্রদায়ের এই ধর্মস্থানে এসে পিরজাদাদের আশীর্বাদ (দোয়া) নিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য রেজ্জাক। পীর সাহেবের সমাধিতে গিয়ে প্রার্থনা করেছেন তিনি। তার পরে বেরনোর মুখে প্রশ্নের উত্তরে এই বর্ষীয়ান সিপিএম বিধায়ক বলেছেন, “আমার দু’টি সত্তা। একটি রাজনৈতিক, একটি সামাজিক। আমি সামাজিক সত্তা নিয়ে বড় হয়েছি। এখনও পর্যন্ত দুই সত্তার বিরোধ হয়নি। যে দিন হবে, আমি সামাজিক সত্তাকেই বেছে নেব।”
|
ফুরফুরাশরিফে রেজ্জাক মোল্লা। বুধবার দীপঙ্কর দে-র তোলা ছবি। |
রেজ্জাকের হজ-যাত্রায় আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী। যদিও দলের মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তর। কিন্তু সেই সব প্রশ্নকে যে তিনি বিশেষ আমল দিচ্ছেন না, তা রেজ্জাকের এ দিনের বক্তব্যে ফের পরিষ্কার। তাঁর সাফ কথা, “আমি মুসলিমের ব্যাটা! নমাজ পড়া-সহ মুসলিমদের যে সব সংস্কৃতি রয়েছে, আমি তা পালন করে চলি।” এবং তার জন্য যে আলিমুদ্দিন স্ট্রিটের অনুমতির অপেক্ষা তিনি করেন না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর বক্তব্য, “আমি কোথায় যাব না যাব, তার কথা আলিমুদ্দিনকে বলতে হবে নাকি!”
তাঁর সামাজিক সত্তাকে তুলে ধরলেও সংবাদমাধ্যমের সামনে রাজনৈতিক সত্তাকে লুকিয়ে রাখেননি রেজ্জাক। এফডিআই-বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে তিনি সমর্থন করেন বলেই জানিয়ে বলেন, “মমতা এফডিআই নিয়ে যে আন্দোলন করছেন, আমরা সেই আন্দোলনই করছি। মমতার ধরন আলাদা, আমাদের আলাদা। আমি চাষির ছেলে হিসেবে মমতার আন্দোলনকে সমর্থন করছি।” |