বিক্রিতে মন্দা চলছিলই। কিন্তু উৎসবের মরসুমের মুখে এসে আরও ফ্যাকাসে হল গাড়ি শিল্পের মুখ। যার কারণ এক দিকে, সেপ্টেম্বরের বিক্রি এক ধাক্কায় ৯.৪৩ শতাংশে নেমে যাওয়া। যা গত প্রায় চার বছরে সব থেকে কম। আর অন্য দিকে, সেই সিঁদুরে মেঘ দেখে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর চলতি অর্থবর্ষে বিক্রি বৃদ্ধির পূর্বাভাস এক ধাক্কায় অনেকটা কমিয়ে আনা। আগের ৯-১১% থেকে মাত্র ১-৩ শতাংশে। যা আরও সন্ত্রস্ত করল গাড়ি শিল্পকে।
বুধবার সিয়াম জানিয়েছে, আসন্ন উৎসবের আবহও ক্রেতাদের তেমন উৎসাহী করতে পারছে না। ক্রেতাদের সাধারণত এই সময়ে দিল-দরাজ দেখতে অভ্যস্ত শিল্পমহল। এ বার সেপ্টেম্বরে দেশে গাড়ি বিক্রি কমেছে ৫.৩৬%। মোটরসাইকেল ১৮.৮৫% কমে প্রায় চার বছরে ন্যূনতম। |
সব মিলিয়ে ২০১১-র সেপ্টেম্বরে যেখানে ১৫,৬৫,৭৫৭ গাড়ি বেচেছিল সংস্থাগুলি, সেখানে এ বার তা ১৪,১৮,১৩৪। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০০৮-এর ডিসেম্বরের পর বিক্রি এতটা কমতে দেখা যায়নি।
এই আশঙ্কজনক পরিস্থিতির কারণ হিসেবে সেই চড়া পেট্রোলের দর, উঁচু সুদ ও খরচের ব্যাপারে ক্রেতার সাবধানী পদক্ষেপকেই দায়ী করেছেন সিয়ামের প্রেসিডেন্ট এস শাণ্ডিল্য। তাঁর দাবি, ক্রেতা টানতে সংস্থাগুলির কম দামে বিভিন্ন রকম কাজে ব্যবহারের গাড়ি ‘ইউটিলিটি ভেহিক্লস্’-এর নিত্যনতুন মডেল আনাও বিক্রি কমার একটি কারণ। শহরে-গ্রামে চাহিদায় কোপ পড়ায় মোটরসাইকেল বিক্রিও গত ২০০৮-এর পর এই প্রথম এতটা কমেছে, জানান তিনি। স্কুটার বিক্রি অবশ্য বেড়েছে। তবে সব মিলিয়ে সেপ্টেম্বরে দু’চাকার গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের থেকে ১২.৯২% কমেছে। আর চাহিদা কমতে থাকার এই অশনি সঙ্কেত পেয়েই এ দিন ফের দেশে গাড়ি বিক্রি বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে সিয়াম। বছরের শুরুতে ওই হার ১০-১২% হবে জানালেও আগে একবার তা নামিয়ে ৯-১১% করা হয়েছিল। এ দিন তা নামল মাত্র ১-৩ শতাংশে। দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি কমা ও অর্থনীতির সার্বিক মন্দাই এর কারণ বলে দাবি শাণ্ডিল্যের। এর ফলে কেন্দ্রীয় সরকারের নেওয়া অটোমোটিভ মিশন প্ল্যানের আওতায় ২০১৬-র মধ্যে গাড়ি শিল্পের ১৪,৫০০ কোটি ডলার ব্যবসার লক্ষ্যও অধরা থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে সিয়াম। ভারতের গাড়ি শিল্পের উন্নয়নে ওই প্রকল্প নিয়েছে কেন্দ্র। |