ছিনতাইবাজদের কবলে পড়লেন শান্তিনিকেতনের কলাভবনের বিএফএ (ডিজাইন) এর প্রথম বর্ষের ছাত্রী সুস্মিতা কাটিয়ার। পুলিশ ও বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই ছাত্রী যখন বোলপুর থেকে আসাসনে ফিরছিলেন তখন হাতিপুকুর সংলগ্ন এলাকায় তাঁর ব্যাগ ছিনতাই হয়। ছিনতাইকারীরা বাইকে করে এসেছিল। ছিনতাই হওয়া ব্যাগে এটিএম কার্ড, কিছু জরুরি কাগজ ও টাকা ছিল। কিছুদিন আগেই শিবলিন কৌর নামে এক ছাত্রীরও ব্যাগ ছিনতাই হয়েছিল। দু’টি ছিনতাইয়ের ঘটনাতেই এখনও কেউ ধরা পড়েনি। এদিকে, বিশ্বভারতীর ‘প্রাচীন ইতিহাস’ বিভাগের প্রাক্তন প্রধান প্রণবানন্দ যশের পূর্ব পল্লির বাড়িতে প্রাণনাশ করে চুরি করার হুমকি দিয়ে চিঠি দিল কে বা কারা। প্রণবানন্দবাবু বলেন, “গত ৭ সেপ্টেবর আমি যখন দিল্লিতে ছিলাম। তখন দুটি ল্যাপটপ, কিছু প্রাচীন মুদ্রা-সহ বেশ কিছু জিনিস আমার বাড়ি থেকে চুরি হয়। ২৪ সেপ্টেম্বর ফের হুমকি চিঠি আসে। তারপর আবার এই মঙ্গলবার আমার প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এসেছে। পুলিশে বিষয়টি জানিয়েছি।” তাঁর দাবি ২টি হুমকি চিঠির হাতের লেখাই একই ব্যক্তির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
এক নাবালিকাকে অপহরণ, খুন এবং প্রমাণ লোপাটের ঘটনায় ৮ অভিযুক্তকে বেকসুর খালাস দিল বোলপুর ফাস্ট ট্র্যাক আদালত। অভিযুক্তদের আইনজীবী কার্তিক চক্রবর্তী জানান, ২০০৬ সালের ২১ জানুয়ারি পাড়ার এক মেয়ের সঙ্গে কালীপুজো দেখতে গিয়ে নিখোঁজ হয় লাভপুর থানার কোতুলঘোষ গ্রামের কিশোরী তনী বাউরি। নিখোঁজের ৫ দিন পরে লাভপুর থানায় পড়শি ৮ জনের বিরুদ্ধে অপহরণ, খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ করেছিলেন কিশোরীর বাবা অজয় বাউরি। আইনজীবী কার্তিক চক্রবর্তী বলেন, “বাকিরা জামিনে ছাড়া পেলেও জেলে ছিলেন ওই ঘটনার মূল অভিযুক্ত কার্তিক বাউরি (বড়)। উপযুক্ত প্রমাণ ও সাক্ষ্যের অভাবে বুধবার বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহ তাঁদের বেকসুর খালাস দেন।”
|
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত এক যুবকের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিল বোলপুর আদালত। ওই যুবকের নাম মহাদেব পাইক। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এ সি জে এস পীযূষ ঘোষ ধৃতের জামিনের আবেদন নামঞ্জুর করে তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।” গত বৃহস্পতিবার, পড়শি এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই যুবককে গণপিটুনি দেয় জনতা। পুলিশ তাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার তাকে আদালতে হাজির করানো হয়।
|
পঞ্চায়েত দফতরের সামনে সন্দেহজনক অবস্থায় ঘুরে বেরাতে দেখে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম, পরিমল বাউরি। তিনি ধল্লা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, ওই ব্যক্তির কাছ থেকে রিভলবার উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃত যুবককে বোলপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল হয়। |