খেলার টুকরো খবর

চ্যাম্পিয়ন ইয়ুথ কর্নার
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত নকুলচন্দ্র দে মেমোরিয়াল উইনার্স ও অলমাইটি গ্রুপ রানার্স ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সোনামুখী ইয়ুথ কর্নার। শুক্রবার পাত্রসায়র ফুটবল মাঠে ফাইনালে ইয়ুথ কর্নার টাইব্রেকারে বেলিয়াতোড় একাদশকে হারিয়ে জয়ী হয়েছে। পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত ‘স্পিড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি-২০১২’ নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল সোমবার। পাত্রসায়র ফুটবল মাঠে উদ্বোধনী খেলায় জয়ী হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বাঁকুড়ার ঝিলিমিলি একাদশকে টাইব্রেকারে হারিয়েছে তারা। এই প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছে।
বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে পঞ্চায়েত যুব ক্রীড়া ও খেল প্রতিযোগিতা (পাইকা) হয়েছে গত বৃহস্পতিবার। স্থানীয় কুসুমটিকরী ফুটবল মাঠে এই প্রতিযোগিতার ফুটবল, কবাডি, ভলিবল, তীরন্দাজি, অ্যাথলেটিক- এই পাঁচটি বিভাগে ছেলে মেয়ে মিলিয়ে ৩০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গার বিডিও হীরকজ্যোতি মজুমদার।

রঘুনাথপুরে ফুটবল
তফসিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে রঘুনাথপুরের মহকুমা স্টেডিয়ামে রবিবার থেকে শুরু হয়েছে বি আর অম্বেডকর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনে ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সবুজবরণ সরকার, রঘুনাথপুরের মহকুমাশাসক প্রণব বিশ্বাস ও রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। ৮টি দল যোগ দিয়েছে। আগামী রবিবার ফাইনাল। প্রথম খেলায় রঘুনাথপুর টাউন ক্লাবকে ৩-১ গোলে হারায় বর্ধমানের কালনা আরিয়ান একাদশ। অন্য দিকে, আটটি দলকে নিয়ে রবিবার থেকে সাঁওতালডিহি টাউনশিপের ট্রেনিং ময়দানে শুরু হয়েছে মহানন্দ রজক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। পরিচালনায় কাঁকি বাজার স্টার ক্লাব। উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ বাসুদেব আচারিয়া। প্রথম খেলায় ফ্যালকন ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেডের সাঁওতালডিহি শাখাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় বলরামপুরের রয়্যাল ক্লাব। ওই দিনই সাঁওতালডিহি এলাকার জন্য একটি অ্যাম্বুল্যান্স দিয়েছে ব্যবসায়ী সংস্থাটি।

বার্ষিক ড্রিল, পিটি
গত ৬ ও ৭ অক্টোবর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের বার্ষিক ড্রিল, পিটি ও প্যারেড-সহ নানা প্রতিযোগিতা হয়ে গেল। বিদ্যাপীঠের শিক্ষক অশোক ঘোষাল জানান, বিবেকানন্দ রেজিমেন্টের রানাপ্রতাপ প্ল্যাটুন, ছত্রপতি শিবাজি প্ল্যাটুন, সুভাষ প্ল্যাটুন ও চিত্তরঞ্জন প্লাটুনের ৫০০ ছাত্র যোগ দেয়। জুনিয়র ও সিনিয়র বিভাগে রাণাপ্রতাপ প্লাটুন এবং ইন্টারমিডিয়েট বিভাগে শিবাজি প্ল্যাটুন চ্যাম্পিয়ন হয়। সেরা কমান্ডারের শিরোপা পেয়েছে সিনিয়র বিভাগের দশম শ্রেণির ছাত্র অয়ন মণ্ডল। অনুষ্ঠানে বিদ্যাপীঠের পতাকা উত্তোলন করেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.