কংগ্রেস নেতার বাড়ি ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
এক কংগ্রেস নেতার বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের ভাণ্ডারগড়িয়া গ্রামে। সব্যসাচী হাজরা নামে ওই কংগ্রেস নেতা বুধবার কেতুগ্রাম থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ, পান্ডুগ্রাম অঞ্চলের বেশ কিছু তৃণমূল নেতা-কর্মী আচমকা তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ি ভাঙচুর করে তারা। ঘটনার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পরে আইসি আব্দুল গফ্ফর তদন্তে যান।
|
বালিঘাট নিয়ে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
অজয় নদের বালিঘাটকে কেন্দ্র করে বুধবার বিকেলে মঙ্গলকোটের লাখুরিয়া পঞ্চায়েতের ঝিলেরা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বোমাবাজি হয় ও গুলি চলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের স্থানীয় দু’টি গোষ্ঠী। কয়েক দিন আগেও এমন গোলমাল হয়েছিল। পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাস, মঙ্গলকোটের ওসি দীপঙ্কর সরকার।
|
দুর্ঘটনায় মৃত বধূ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম সান্ত্বনা সরকার (৩৪)। বাড়ি বর্ধমানের কাঁঠালগাছি এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ কাঁঠালগাছি থেকে খণ্ডঘোষের গৈতানপুরে মোটরবাইকে চড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে রাস্তা খুঁড়ে ট্রাক চলাচল বন্ধ করিয়ে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।
|
ট্রেনে কাটা পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর। তাঁর নাম অশোক রায় (৫৬)। বাড়ি খণ্ডঘোষের শাঁখারিতে। রেলের ট্রাকম্যানের কাজ করছিলেন তিনি। বুধবার সকালে বর্ধমান স্টেশনের আপ লাইনে কেষ্টপুর পশ্চিম কেবিনের দিকে গেজ মাপার কাজ করছিলেন তিনি। আপ হাওড়া-ধানবাদ ডব্ল-ডেকার এক্সপ্রেসে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।
|
কাটোয়া
পৌর ফুটবল লিগ। টিএসি মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ : কাটোয়া পুর ক্রীড়া সংস্থা।
আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। কেডিআই মাঠ। দুপুর ২টা।
উদ্যোগ : কাশীরাম বিদ্যায়াতনের প্রাক্তন ছাত্রছাত্রী অ্যাসোসিয়েশন। |