বিভিন্ন নাগরিক পরিষেবার দাবিতে দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান তথা ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রভাত মণ্ডলের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান এক দল স্থানীয় বাসিন্দা। বুধবার সকালে প্রায় আধ ঘণ্টা ধরে ওই বিক্ষোভ চলে। তাতে যোগ দেওয়া অনেকে নিজেদের দলীয় সমর্থক বলেও দাবি করেছেন। তাঁদের অভিযোগ, কাউন্সিলর হিসাবে সুপ্রভাতবাবু কোনও দায়িত্ব পালন করছেন না। চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, সুপ্রভাতবাবুকে এলাকায় কোনও কর্মকাণ্ডে দেখা যায় না। বিভিন্ন দরকারে কাউন্সিলরের শংসাপত্র প্রয়োজন হয়। কিন্তু বাড়িতে গিয়ে তাঁর দেখা মেলে না। বাধ্য হয়ে বাসিন্দাদের পুরসভায় দৌড়তে হয়। রাস্তা, নিকাশি, ক্যানাল পাড় সংস্কারের মতো সাধারণ পরিষেবা থেকেও তাঁরা বঞ্চিত। গত তিন মাসে কাউন্সিলরের কাছে বারবার দরবার করেও ফল হয়নি।
স্থানীয় বাসিন্দা সোমেশ সরকার, সুদীপ দে খানদের বক্তব্য, “আমরা তৃণমূল সমর্থক। কিন্তু পরিষেবা বেহাল হওয়ায় স্থানীয় বাসিন্দা হিসাবেই দলের কাউন্সিলর তথা চেয়ারম্যানের বাড়িতে বিক্ষোভ দেখিয়েছি। আশা করি, দলের নেতারা বিষয়টি বুঝবেন।” বিক্ষোভকারীদের অভিযোগ, পরে দলেরই কিছু সমর্থক জোর করে তাঁদের সরিয়ে দেয়। পুলিশ অবশ্য দাবি করেছে, ঘটনার কথা তাদের জানা নেই।
সুপ্রভাতবাবু জানান, বাসিন্দাদের একাংশ কিছু অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে জোর করে বিক্ষোভকারীদের সরানো নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “দলকে পুরো ঘটনার কথা জানাব। যা বলার, দলের উচ্চতর নেতৃত্বই বলবেন।” |