টুকরো খবর |
হল হচ্ছে রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর জেলা গঠনের ২০ বছর পেরিয়ে গেলেও সরকারি উদ্যোগে কনফারেন্স হল তৈরি না হওয়ায় এত দিন বিপাকে পড়ছিলেন প্রশাসনিক কর্তারা। বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে জেলা প্রশাসনকে রায়গঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি অনুষ্ঠান হল ভাড়া করতে হত। দুই মাস আগে জেলাশাসক রাজ্য সরকারের কাছে একটি কনফারেন্স হল তৈরি করার প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাবে সাড়া দিয়ে জেলা প্রশাসনকে ৪৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের তরফে জেলাশাসককে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনের দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ৮০ আসনের ওই কনফারেন্স হল তৈরির প্রক্রিয়া শুরু করেছে পূর্ত দফতর। এক বছরের মধ্যে কাজ শেষ করা হবে। ওই হলে বিশ্রামাগার, একাধিক শৌচাগার, ডাইনিং ও ওয়েটিং প্লেস, অগ্নি নির্বাপণ ব্যবস্থা সহ আধুনিক সমস্ত সুবিধাই থাকবে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “সরকার টাকা দেওয়ায় এক বছরেই প্রশাসনিক ভবনের দোতলায় কনফারেন্স হল তৈরির কাজ শেষ করা হবে।” |
ছাত্রীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
এক কলেজ ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ। মালদহে চাঁচলের বারগাছিয়া পল্লি এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে মঙ্গলবার সকালে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম আফরিনা খাতুন (১৮)। তাঁর বাড়ি গাজোলের রাজারামচকে। চাঁচল কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী তিনি। চাঁচলে থেকে পড়াশুনার জন্য এক সপ্তাহ আগে বারগাছিয়া পল্লিতে ঘর ভাড়া নিয়ে তিনি থাকছিলেন। সোমবার বাড়ি থেকে ফিরে ঘরে শুইয়ে পড়েন আফরিনা। সকালে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে। ওই ছাত্রী কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। চাঁচলের আইসি জয়ন্তলোধ চৌধুরী বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” |
পড়ুয়াদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
৪ কিলোমিটার পাকা রাস্তা, জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা অন্তত ১৮টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের। গত ৫ বছর ধরে বেহাল হয়ে রয়েছে ওই রাস্তা। পিচ পাথর উঠে, ভেঙে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। প্রশাসনে আবেদন করে কাজ না হওয়ায় অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তিনশো স্কুল পড়ুয়া। মঙ্গলবার বালুরঘাটের ভাটপাড়ার ঘটনা। গ্রাম থেকে ৬ কিমি হেঁটে শহরে এসে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। জেলা পরিষদ সভাধিপতি মাগদালিনা মুর্মু অভিযোগ করেছেন, “আমাদের হাতে রাস্তা মেরামতির টাকা নেই। নতুন সরকারও টাকা দিচ্ছে না।” অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) তাপস বাগচী সমস্যার কথা শুনে রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন। |
আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
সরকারি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে আন্দোলনে নামল কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার দুপুরে সংগঠনের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখান। জেলাশাসকের মাধ্যেমে মুখ্যমন্ত্রীর কাছে ১৭ দফা দাবিতে স্মারকলিপি পাঠানো হয়। জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায় জানান, দাবির মধ্যে বকেয়া ২৭ শতাংশ মহার্ঘ্যভাতা, পোষ্যদের চাকরি, পঞ্চায়েত ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া মত দাবি রয়েছে। |
দশ বছর কারা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
মঙ্গলবার প্রতিবেশী এক বধূকে ধর্ষণ করার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল রায়গঞ্জের জেলা ও দায়রা আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সুলতান আলি। পেশায় চাষি সুলতানের বাড়ি ইটাহারের মুকুন্দপুর এলাকায়। ২০০৮ সালের ২৮ মার্চ সুলতান ২৩ বছর বয়সী প্রতিবেশী এক গৃহবধূর ঘরের বেড়া ভেঙে ভিতরে ঢুকে ধর্ষণ করে পালায়। পরে মামলা রুজুর পর পুলিশ সুলতানকে গ্রেফতার করে। |
ক্লাস বয়কট শুরু
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বয়কট করে আন্দোলনে সামিল হলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের এগ্রি ইঞ্জিনিয়ারিং বিভাগে সোমবার ক্লাস বয়কট শুরু হয়েছে। অভিযোগ, বিভাগে ১১ শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে। কিন্তু শিক্ষক আছেন মাত্র ৩ জন। দাবি জানানোর পরেও শূন্যপদ পূরণ হচ্ছে না। উপাচার্য অসীম কুমার সিংহ বলেন, “সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।” |
ব্যাহত পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ট্রাফিক লাইট বসাতে মাটি খোঁড়ায় বিএসএনএলের তার কেটে শহরের একাংশে ল্যান্ডলাইন পরিষেবা বিপর্যস্ত। শহরের বাসস্ট্যান্ড থেকে কলেজমোড় অবধি ২৫০টির উপর ল্যান্ডলাইন বিকল হয়ে গিয়েছে। ব্যাঙ্ক, বিভিন্ন দফতরের পাশাপাশি দমকল কেন্দ্রের লাইনও খারাপ হয়ে যায়। এর জেরে বন্ধ হয়ে রয়েছে ইন্টারনেট পরিষেবা। বিএসএনএলের তরফে নির্মল কুমার দাস বলেন, “গুরুত্বপূর্ণ কিছু লাইন ঠিক করা হয়েছে। বাকিগুলি মেরামত চলছে।” |
নির্যাতনে গণপিটুনি
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
স্ত্রীকে মারধর করায় এক ব্যক্তিকে গণপিটুনি দিল বাসিন্দারা। মঙ্গলবার ভোরে ইসলামপুর থানার লোকনাথ কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, প্রসাদ দত্ত নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারছিলেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসেন। তার পরেই গণপিটুনির ঘটনাটি ঘটে। |
গ্রাহকদের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
দুই দিন ধরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএনএলের ইন্টারনেট পরিষেবা বেহাল। গ্রাহকের নালিশ, কিছুক্ষণের জন্য পরিষেবা স্বাভাবিক হলেও ১০-১৫ মিনিট পর তা আবার বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে রেল ও উড়ানের টিকিট সংরক্ষণ ছাড়া গুরুত্বপূর্ম কাজ করতে গিয়ে বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে। |
ট্রাকের ধাক্কায় মৃত খালাসি |
ট্রাকের ধাক্কায় এক খালাসির মৃত্যু হয়েছে। সোমবার গোয়ালপোখরে পাঞ্জিপাড়ার ঘরধাপ্পায়। মৃতের নাম রাজেন্দর (৫৫)। বাড়ি হরিয়ানায়। এ দিন রাতে রাস্তার পাশে ট্রাকের চাকা পরীক্ষার সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। |
|