সোমনাথ চক্রবর্তী • কলকাতা |
সীমান্ত পেরিয়ে এ-দেশে এসেছেন চিকিৎসার জন্য। অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসা শেষ হচ্ছে না। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তখন দৌড়ঝাঁপ করতে হয় বিদেশিদের। কাঠখড় পুড়িয়ে মেয়াদ হয়তো বাড়ানো গেল, কিন্তু তা সর্বাধিক ১৫ দিনের জন্য। দেখা গেল, চিকিৎসা শেষ করার পক্ষে সেই বাড়তি সময়ও যথেষ্ট নয়।
এত দিনে বিদেশিদের সেই সমস্যার সুরাহা হচ্ছে। জরুরি প্রয়োজনে বিদেশিদের ভিসার মেয়াদ ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেত। এ বার থেকে তা তিন মাস পর্যন্ত বাড়ানো যাবে। শুধু তা-ই নয়, জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেরাও সেই মেয়াদ বাড়াতে পারবেন। রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে প্রতিটি জেলায় নির্দেশ পাঠিয়ে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।
চিকিৎসা ছাড়াও পড়াশোনা, গবেষণা, ব্যবসা সংক্রান্ত ভিসার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। তবে বেড়ানোর জন্য অর্থাৎ ‘ট্যুরিস্ট ভিসা’ সর্বাধিক ১৫ দিনই বাড়ানো যাবে। তা-ও নির্ভর করবে সংশ্লিষ্ট বিদেশির কাগজপত্র এবং মেয়াদ বাড়ানোর কারণের উপরে। এই ট্যুরিস্ট ভিসা বাড়ানোর ক্ষমতা পুলিশ সুপার বা কমিশনারদের দেওয়া হয়নি। জেলায় থাকলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বিদেশিদের আর মহাকরণে স্বরাষ্ট্র (বিদেশ) দফতরের দ্বারস্থ হতে হবে না। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার কিংবা বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে গিয়েই তাঁরা ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। পুলিশি সূত্রের খবর, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব জি সি সরকার সম্প্রতি এই নির্দেশ জারি করে সব পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের জানিয়ে দিয়েছেন। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কর্তাদের কাছেও এই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে।
বাংলাদেশিদের ক্ষেত্রে ফ্রি স্কুল স্ট্রিটে খাদ্য ভবনের একতলায় স্বরাষ্ট্র (বিদেশ) দফতরের একটি অফিস রয়েছে। ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জানাতে হয় সেখানেই। ট্যুরিস্ট ভিসা হোক বা অন্য ভিসা, বাংলাদেশিদের ক্ষেত্রে তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন স্বরাষ্ট্র (বিদেশ) দফতরের যুগ্মসচিব পদের অফিসারই। জেলাতেও পুলিশ সুপার বা কমিশনারের কাছে আবেদন করলে বাংলাদেশিদের ক্ষেত্রে সেই আবেদন মঞ্জুর হবে মহাকরণ থেকেই। বাংলাদেশি ছাড়া অন্য বিদেশিদের ক্ষেত্রে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি হিসেবে অভিবাসন দফতরের ডেপুটি কমিশনার ভিসা বাড়ানোর মেয়াদ বাড়াতে পারেন। এ বার থেকে জেলার পুলিশ সুপার এবং কমিশনারেরাও তা করতে পারবেন।
রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এক কর্তা জানান, প্রতি বছর প্রচুর বিদেশি নাগরিক এ দেশে আসেন। অনেকেই আসেন চিকিৎসার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায়, চিকিৎসা শেষের আগেই ভিসা ফুরিয়ে যাচ্ছে। বিদেশি নাগরিক কলকাতা থেকে দূরে আত্মীয়ের কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য কলকাতায় আসতে হয়। ব্যবসা বা চাকরি সংক্রান্ত ভিসার ক্ষেত্রেও দেখা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি যে-কাজের জন্য এসেছেন, তা সময়মতো শেষ হয়নি। ওই সব বিদেশিদের সুবিধার জন্যই ভিসার বর্ধিত মেয়াদ তিন মাস পর্যন্ত করা হয়েছে এবং সেই মেয়াদ বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ সুপারদেরও। |