গোবরডাঙা শহর তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে গত শনিবার স্থানীয় খাঁটুরা উচ্চ বিদ্যালয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। উদ্বোধন করেন গোবরডাঙার পুরপ্রধান তৃণমূলের সুভাষ দত্ত। সম্মেলনে প্রাথমিক থেকে কলেজ স্তর পর্যন্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যোগ দেন।
|
এক নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বনগাঁর গোপালনগর থানার চামটা মেঠোপাড়া এলাকায় ওই ঘটনায় ধৃতের নাম করিম মণ্ডল। পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর করিম নাবালিকাকে নিয়ে মুম্বই চলে যায়। নাবালিকার বাবা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ যোগাযোগ করে দু’জনকে ফিরিয়ে নিয়ে আসে। পরে করিমকে গ্রেফতার করা হয়।
|
হেরোইন-সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাগদা থানার হেলেঞ্চা বাজার থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম ইয়াদুল মণ্ডল ও মিহির সরকার। তাদের কাছ থেকে তিনশো গ্রাম হেরোইন, একটি মোটরবাইক ও সওয়া তিন লক্ষ টাকা উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।
|
ক্লাসে পাখার দাবিতে প্রধানশিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে তাঁকে পাঁচঘণ্টা আটকে বিক্ষোভ দেখাল ছাত্ররা। পরে প্রধানশিক্ষক ছাত্রদের দাবি মেনে নিলে সন্ধ্যা নাগাদ তালা খুলে দেওয়া হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালির কানমারি বিদ্যামন্দিরে।
|
গলায় ভোজালি ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালিয়ে চম্পট দিল ডাকাতেরা। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা নিত্যানন্দপল্লিতে মঙ্গলবার ভোররাতে ওই ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
|
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার রামনগরের ভবানীপুরে তড়িদাহত হয়ে মারা যান মৃণালকান্তি মণ্ডল (৫০)। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
কামারহাটির সাগর দত্ত হাইস্কুলে পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল তৃণমূল। স্কুল সূত্রে খবর, ৬টি আসনে বাম ও তৃণমূল উভয়েই প্রার্থী দিলেও মঙ্গলবার বামেরা সব আসনেই প্রার্থী প্রত্যাহার করে। স্থানীয় বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “এ বছরই প্রথম এই স্কুলে তৃণমূল জিতল।”
|
নথি জাল করে এক বেসরকারি ব্যাঙ্ক থেকে দশ লক্ষেরও বেশি টাকা হাতানোর অভিযোগে মঙ্গলবার ব্যারাকপুর থেকে গ্রেফতার হলেন এক যুবক। গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ধৃত প্রবীর ঘোষ ওই ব্যাঙ্কের কর্মী-পরিচয়পত্র ও পে-স্লিপ জাল করে ব্যাঙ্কে জমা দিয়ে ওই টাকা তোলেন।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিদ্যুৎ দফতরের এক ঠিকাকর্মীর। মঙ্গলবার, রহড়ায়। মৃতের নাম ছোটন দাস (২৫)। পুলিশ জানায়, বিদ্যুৎস্তম্ভে উঠে কাজ করার সময়ে দুর্ঘটনা ঘটে। |