প্রতিবেশীর মারে গুরুতর আহত হওয়ায় গর্ভপাত হয়ে যায় এক মহিলার। তাজমিরা বিবি নামে ওই মহিলাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে যান তাঁর পরিবার। অভিযোগ, হাড়োয়ার গোয়ালপুকুর গ্রামের ওই পরিবারকে ফিরিয়ে দেয় পুলিশ। যদিও পুলিশের পাল্টা দাবি, ওই দিন লিখিত অভিযোগ করেননি তাজমিরার পরিবার। ঘটনাটি ৩০ সেপ্টেম্বরের।
পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাজমিরা বিবিকে। দিন দুয়েক আগে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় দেখা দেয় সমস্যা। শেষে আরজিকর হাসপাতালের পুলিশ চৌকির ওসি-র চাপে ওই মহিলার অভিযোগ নেয় হাড়োয়া থানার পুলিশ। |
তাজমিরা বিবি।—নিজস্ব চিত্র। |
প্রথমে অভিযোগ না নেওয়া নিয়ে পুলিশের যুক্তি, মহিলার অবস্থা দেখে তাঁকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ওঁর পরিবারের লোকেরাই দেরিতে অভিযোগ দায়ের করেন। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সুগত সেন বলেন, “মঙ্গলবার অভিযোগ পাওয়ার পরেই আশপাশের বেশ কয়েকটি জায়গায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।”
তাজমিরার স্বামী অহিদুল ইসলাম বলেন, “ঘটনার পর স্ত্রীকে নিয়ে থানায় যাই। পুলিশ বলল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় সমস্যা দেখা দেয়। ওই সময়ে হাসপাতালে থাকা পুলিশের সাহায্যে ছুটি মেলে। পরে অভিযোগ দায়ের করা হয়।” হাড়োয়া থানার এএসআই দেবপ্রতিম দত্ত বলেন, “অসুস্থ কেউ এলে প্রথমেই আমরা তাঁকে হাসপাতালে যাওয়ার জন্য বলি। এ ক্ষেত্রেও তাই করা হয়েছিল। হাসপাতাল থেকে চাওয়া রিপোর্ট দেওয়া হয়েছে। অভিযোগও নেওয়া হয়েছে।” |