ফের আটকে গেল ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসতের আমডাঙায় জমি পরিদর্শন ও মাপজোকের কাজে যান জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা। কিন্তু স্থানীয় বাসিন্দা ও দোকানিদের বাধায় কাজ না করেই ফিরে আসতে হয় তাঁদের এই নিয়ে ১০ বারের বেশি স্থানীয় বাধায় ওই এলাকায় মাপজোকের কাজ আটকে যাওয়ায় জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কলকাতা থেকে উত্তরবঙ্গ, ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। কাজ শুরুর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কয়েক বার বৈঠক করলেও জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা মেটেনি। ওই জমি চিহ্নিত করে কোন কোন জমি অধিগ্রহণ করা হবে তার নোটিস দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু বারাসতের শুড়িপুকুর থেকে নদিয়ার জাগুলিয়ার আগে প্রায় ২০ কিলোমিটার রাস্তার দু’পাশের দোকানদার ও বাসিন্দাদের নিয়ে তৈরি ‘ভূমি ও ব্যবসা রক্ষা কমিটি’ সেই কাজে বারবার বাধা দেয়। এর আগে সন্তোষপুর, কামদেবপুর এলাকায় কিছু খুঁটি উপড়ে ফেলে দেওয়া হয়।
এ দিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের বাস্তুকার ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা আমডাঙার রাজবেড়িয়ায় জমি পরিদর্শনের কাজে যান। তাঁরা দোকানদার ও বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় বেশ কিছু মানুষ জড়ো হতে থাকেন। তা দেখেই বিপদের আশঙ্কায় প্রতিনিধিদলটি চলে আসে। ওই বাসিন্দা ও দোকানদারদের বক্তব্য, ক্ষতিপূরণ কী হবে আগে তা জানাতে হবে। না হলে রাস্তা সম্প্রসারণের কাজ করতে দেওয়া হবে না। জেলা প্রশাসনের বক্তব্য, বাকি ১৬টি মৌজায় কাজ চললেও শুধু এই এলাকাতেই বারবার বাধা আসছে। জমি মাপজোক করতে না দিলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা হবে কী ভাবে? |