টুকরো খবর |
৪০ লক্ষ টাকার হেরোইন-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
হেরোইন-সহ এক যুবককে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ। ধৃতের নাম কার্তিক পোড়েল। তার বাড়ি আরামবাগের ডোঙ্গলে। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, ধৃতের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে, যার বাজারদর আনুমানিক ৪০ লক্ষ টাকা। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সিঙ্গুরের মল্লিকপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে এক প্যাকেট হেরোইন নিয়ে কার্তিক অপেক্ষা করছিল দমদম বিমানবন্দরে যাওয়ার জন্য। সিঙ্গুর থানার ওসি তাপস সিংহ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করেন। মঙ্গলবার ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, দমদমে এক জনের হাতে হেরোইনের প্যাকেটটি তুলে দেওয়ার কথা ছিল কার্তিকের। এর পরে ওই হেরোইন দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
|
প্রতারক ধৃত
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
কলকাতা পুলিশ এবং তারকেশ্বর থানা যৌথ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আব্দুল মান্নান হক ওরফে হক সাহেব। বাড়ি তারকেশ্বর থানার মির্জাপুরে। পুলিশ জানায়, কখনও যোজনা কমিশনের অফিসার আবার কখনও বা এডিএম প্রশাসনের সর্বোচ্চ পদের অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন ওই ব্যক্তি। চাকরি দেওয়ার নাম করেও অনেকের থেকে টাকা তোলার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। কলকাতা পুলিশ অবশ্য মানিকতলা থানার ভিন্ন একটি মামলায় মান্নানকে মঙ্গলবার বিকেলে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে। তদন্তকারী অফিসারের জানিয়েছেন, মানিকতলা থেকে ১৫ টন পিতল খোওয়া যায়। তদন্তে নেমে জানা যায়, ওই পিতল চুরি চক্রের সঙ্গে মান্নানের যোগাযোগ রয়েছে। বিভিন্ন জেলার পুলিশের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে।
|
বাইক ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরে এক হোটেল ব্যবসায়ীর মোটর বাইক ছিনতাই করল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে চন্দননগরের পাদ্রীপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাত পৌনে ১২টা নাগাদ চন্দননগর গঞ্জের বাজারে একটি হোটেলে রাতের খাওয়া সেরে স্থানীয় সার্কাসমাঠ এলাকায় বাড়িতে ফিরছিলেন সুজিত বণিক নামে এক ব্যবসায়ী। সে সময়ে দুই দুষ্কৃতী তাঁর বাইক থামায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইকটি দিতে বলে। সুজিতবাবু বাধা দিতে গেলে তাঁর মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে। তদন্ত করছে পুলিশ।
|
বধূর মৃত্যু হরিপালে
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির কয়েক জনের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে হরিপালের বাহিরখণ্ড পঞ্চায়েতের জগডুমুর গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম জিন্নাতারা বেগম (২০)। পুলিশের অনুমান, ওই তরুণী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। স্বামী, শাশুরি, দুই ভাসুর এবং ননদের বিরুদ্ধে হরিপাল থানায় বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছেন মৃতার বাড়ির লোক।
|
এফডিআই সমর্থনে
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
রবিবার উলুবেড়িয়া রবীন্দ্রভবনে এক আলোচনা সভায় এফডিআইয়ের সমর্থনে বক্তৃতা করেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। যৌথ ভাবে এই আলোচনা সভার আয়োজন করেছিল স্থানীয় গাঁধী মেমোরিয়াল ট্রাস্ট এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কংগ্রেস কমিটি। এফডিআইয়ের সমর্থনে বক্তৃতা করেন সকলে।
|
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল সুদীপ মালো (২০) নামে এক যুবকের। বাড়ি গুপ্তিপাড়ায়। তিনি কাটোয়া পলিটেকনিক কলেজে পড়তেন। পোস্টের ধাক্কায় ট্রেন থেকে পড়ে যান বলে রেলপুলিশের অনুমান।
|
চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেফতার ১ |
চুরি যাওয়া একটি মোটর বাইক উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ। ওই বাইক চুরি এবং পাচারের চেষ্টা অভিযোগে অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর তারকেশ্বরের জয়কৃষ্ণপুরের কছে একটি হোটেলের সামনে থেকে এক ব্যক্তির বাইক চুরি হয়। সোমবার চাঁপাডাঙায় দামোদরের চর থেকে রাজেশ মণ্ডল নামে এক যুবককে ধরেন তারকেশ্বর থানার ওসি দেবর্ষি সিংহ। ধৃতের বাড়ি হাওড়ার জয়পুরে। তাকে জেরা করে বাইকটির সন্ধান পান তদন্তকারীরা। এর পরেই সোমবার রাতে জয়পুরে হানা দিয়ে বাইকটি উদ্ধার করে পুলিশ।
|
পুলিশি হেফাজত |
পার্সেলবোমা-কাণ্ডের মূল চক্রী দেবাশিস দে-কে সোমবার রাতে মুম্বইয়ের রত্নগিরি থেকে হাওড়ায় আনা হল। মঙ্গলবার আদালত ধৃতকে ১০ দিন পুলিশি হেফাজত দেয়। পুলিশের দাবি, দেবাশিস কবুল করেছে, খুনের জন্য শুভঙ্করকে ২ লক্ষ টাকা সুপারি দেয় সে। যে তিনটি জাল ক্যুরিয়র নথিতে চৈতালির সই নেওয়া হয়, তা-ও মিলেছে।
|
নেতা ছুরিকাহত |
হাওড়ায় অনুপম সিংহ নামে এক যুব কংগ্রেস নেতাকে মারধর করে ছুরি মেরেছে দুষ্কৃতীরা। জনতা তাড়া করে রঞ্জিত সাউ নামে এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। |
|