|
|
|
|
বিশ্ব খাদ্য দিবস |
বিনামূল্যে চাল দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবসে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আদিবাসী সম্প্রদায়ের মানুষকেও এই চাল দেওয়া হবে বলে সরকার নির্দেশ জারি করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাঁদের ‘খাদ্য নিরাপত্তা’ কম বা নেই বিশ্ব খাদ্য দিবসে যাতে সেই পরিবারগুলিকে ৫ কেজি করে চাল দেওয়া যায় তার জন্য উদ্যোগী হয়েছে সরকার।
পশ্চিম মেদিনীপুর জেলায় আদিবাসী বলতে মূলতঃ লোধারাই। জেলায় প্রায় সাড়ে ১৬ হাজার লোধা পরিবার রয়েছে। যদিও প্রকৃত লোধা পরিবারের সংখ্যা জানতে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করছে জেলা প্রশাসন এবং জেলা খাদ্য ও সরবরাহ দফতর। তারই সঙ্গে জেলায় দরিদ্র মানুষের সংখ্যা কত তার রিপোর্ট সংগ্রহের কাজও চলছে। কিন্তু কি ভাবে পরিবারগুলিকে চাল দেওয়া হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। রেশন দোকানের পাশাপাশি অন্য ভাবে চাল দেওয়া যায় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্য বিকল্প বলতে, পঞ্চায়েত বা ব্লক অফিসের মাধ্যমে চাল বিতরণ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কি ভাবে পরিবারগুলিতে প্রচার চালানো হবে, কিভাবে চাল বিতরণ করা হবে সে বিষয়ে এই সপ্তাহের মধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকারি এই সিদ্ধান্তে গরিব মানুষেরা খুশি।
লোধা শবর কল্যান সমিতি ও উন্নয়ন সমিতি-দুই সংগঠনেরই নেতা বলাই নায়েক ও সীতেশ প্রামাণিকরা বলেন, “বিনামূল্যে চাল দিলে খুশি তো হওয়ারই কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘোষণা অনুযায়ী বরাদ্দ মেলে না। এক্ষেত্রে পুজোর আগে যদি তা মেলে আমাদের মতো গরিব মানুষেরা খুবই উপকৃত হবেন।” পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি বলেন, “রাজ্য সরকার গরিব মানুষদের বিনামূল্যে চাল দেওয়ার কথা জানিয়েছে। কি ভাবে সেই চাল দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে। যাতে সরকার নির্দিষ্ট করা প্রতিটি পরিবারকে সুষ্ঠভাবে চাল দেওয়া যায় সে ব্যাপারে সব ধরণের পদক্ষেপ করা হবে।” |
|
|
|
|
|