নতুন মিক্সড ডাবলস জুড়ি বেছে ফেললেন সানিয়া |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আবার সিঙ্গলস খেলতে চান সানিয়া মির্জা। শুধু তাই নয়। মহেশ ভূপতির গাঁটছড়া ভাঙার পর সানিয়া তাঁর মিক্সড ডাবলস পার্টনারও ঠিক করে ফেলেছেন। তবে তাঁর নাম সানিয়া এখনই জানাতে চান না। যদিও টেনিসমহলে এ ব্যাপারে ঘোরাফেরা করছে সানিয়ার শ্বশুরবাড়ি, পাকিস্তানের এক নম্বর প্লেয়ার আইসাম কুরেশির নাম। অলিম্পিক দলগঠনের তীব্র ডামাডোলের মধ্যেও যে ভারতীয় মিক্সড ডাবলস জুটি লন্ডনে মোটামুটি ভালই খেলেছিল। আরও ঠিক করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে স্বামী শোয়েব মালিকের টিম শিয়ালকোট স্ট্যালিয়ন্স-এর জন্য গলা ফাটাতে এক-দু’দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন।
ডিএলটিএ কোর্টে জাতীয় টেনিস দেখতে এসে আজ সানিয়া বললেন, “ফরাসি ওপেনে আমি মহেশের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু লন্ডন অলিম্পিকে সেই জুটি ভেঙে গিয়েছে। তারপর থেকেই আমি নতুন জুটির সন্ধানে ছিলাম। এবং সেটা পেয়েও গেছি। তবে সেই ব্যক্তির নাম এখনই বলতে পারছি না একটি বিশেষ কারণে। অপেক্ষা করুন। সময় হলেই সব জানতে পারবেন। তবে এটা ঠিক সেই ব্যক্তি কিছুতেই মহেশ ভূপতি নয়।”
|
সিঙ্গলসে ফেরার সম্ভাবনা নিয়ে সানিয়ার মন্তব্য, “এ বছর ডাবলস-মিক্সড ডাবলস মিলিয়ে একটা গ্র্যান্ড স্লাম সমেত পাঁচটা ডব্লিউটিএ টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। ফরাসি ওপেন সমেত তিনটে খেতাব জিতেছি। তাই আবার সিঙ্গলসও খেলতে ইচ্ছে করছে। সে জন্য যুক্তরাষ্ট্র ওপেনের পর থেকে সিঙ্গলসের প্র্যাক্টিসও শুরু করেছি। জানি কাজটা সহজ হবে না। কারণ গত কয়েক বছরে আমার হাঁটুতে তিন-তিন বার ডাক্তারের ছুরি-কাঁচি চলেছে। তিনটে অস্ত্রোপচার হয়েছে আমার। তা সত্ত্বেও চেষ্টা চালাচ্ছি।” সিঙ্গলসে একদা বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৭-এ পৌঁছে যাওয়া সানিয়া এখন ২৮৬ নম্বরে। কিন্তু ডাবলসে চলতি সপ্তাহেই সাতধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। যিনি এ দিন বললেন, “আমার সিঙ্গলসে ফেরার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে আমার শরীর বিশেষ করে হাঁটু ঠিক থাকার ওপর। কারণ সিঙ্গলস খেলতে হাঁটুর ওপর প্রচণ্ড চাপ পড়ে। তা ছাড়া পেশাদার ট্যুরে আমাকে ডাবলস ও মিক্সড ডাবলসও তো খেলতে হবে। তাই ঠিক করেছি এ বছরের শেষে মস্কোর টুর্নামেন্টে সিঙ্গলস খেলব। সেটা খেলার পর ঠিক করব আমি অস্ট্রেলিয়া ওপেনে সিঙ্গলসে নামব কি না।” |