ক্ষমা চাওয়ায় শাস্তি হল না কোলের |
ফুটবল ফেডারেশনের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় এ বারের মতো শাস্তির হাত থেকে রেহাই পেয়ে গেলেন ইংল্যান্ডের জাতীয় দলের ডিফেন্ডার অ্যাশলে কোল। এফএ-র পক্ষ থেকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হল, নিজের আচরণের জন্য কোল অনুতপ্ত। দেশের হয়ে খেলতে তাঁর আর কোনও সমস্যা নেই। “নিজের কাজের জন্য পরের দিনই তো ক্ষমা চেয়ে নিল কোল,” এ দিন বলে দিয়েছেন এফএ চেয়ারম্যান ডেভিড বার্নস্টেন। সঙ্গে যোগ করেছেন, “কোল আমার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছে। ওকে দেখে মনে হয়েছে ও সত্যিই অনুতপ্ত। কোলের চোখের দিকে তাকিয়ে আমি সেটা বুঝেছিলাম। ওর বক্তব্য আমি মেনেও নিয়েছি। কোলের ইংল্যান্ডের হয়ে খেলতে আর কোনও বাধা নেই।” প্রসঙ্গত, টুইটারে এফএ কর্তাদের ‘এক দল অপদার্থ’ বলেছিলেন কোল। যা দেখে অ্যালান শিয়ারারের মতো ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকারা স্পষ্ট জানিয়ে দেন, দেরি না করে এখনই কোলকে নির্বাসনে পাঠানো উচিত। কোল অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরে এক বিবৃতিতে বলেন, “আমার মেজাজ তখন ভাল ছিল না। হতাশ লাগছিল। তাই ও রকম টুইট করে ফেলেছিলাম। এফএ-র বিরুদ্ধে যা যা মন্তব্য করেছি, সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।”
|
সেন্ট জর্জেস পার্কে ইংল্যান্ডের সেন্টার অব এক্সেলেন্সের উদ্বোধনে প্রিন্স উইলিয়ামস
ও ডাচেস অব কেমব্রিজ ক্যাথেরিন। আড্ডায় মত্ত ল্যাম্পার্ড-জেরাররা। ছবি: রয়টার্স |
তবে সান মারিনো এবং পোল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে কোলকে শেষ পর্যন্ত রাখা হবে কি না, সেটা ঠিক করবেন ইংল্যান্ড ম্যানেজার রয় হজসন। এই দু’টো ম্যাচে খেললে জাতীয় দলের হয়ে একশো ম্যাচ খেলার ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন কোল। কিন্তু তাঁকে কি ওই বিশেষ ম্যাচে টিমের অধিনায়ক করা হবে? সম্ভাবনা কম। বার্নস্টেনের কথায়, “আমরা আগেই তো পরিষ্কার করে দিয়েছিলাম যে, টিমের যে অধিনায়ক হবে, তার থেকে আমরা খুব উঁচু মানের পারফরম্যান্স আশা করি। তাই কোল অধিনায়ক হবে বলে মনে হয় না।” |