টুকরো খবর
রজ্জাককে শো-কজ করল পাক বোর্ড
পাকিস্তান বোর্ডের তরফে এ বার কারণ দর্শানোর নোটিস পেলেন অলরাউন্ডার আব্দুল রজ্জাক। দল থেকে বাদ পড়ায় প্রকাশ্যে অধিনায়ক মহমম্দ হাফিজকে দায়ী করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাক দল থেকে বাদ পড়েন রজ্জাক। কলম্বো থেকে শ্রীলঙ্কায় ফিরেই মুখ খোলেন ক্ষুব্ধ রজ্জাক। বলেন, “আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হাফিজের। আর কারও নয়। এখন ওর উচিত স্বীকার করে নেওয়া যে ওই এই সিদ্ধান্ত নিয়েছিল।” প্রকাশ্যে এই কথা বলার জন্যই পিসিবি রজ্জাকের কাছে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে। হাফিজ অবশ্য রজ্জাকের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, রজ্জাককে বসানোর সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের। দলে সে দিন এক জন স্পিনার দরকার ছিল। যদিও সেই ম্যাচে রজ্জাকের বদলি ছিলেন পেসার সোহেল তনবীর। সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হারে।

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি উভাকে হারাল ইয়র্কশায়ার
যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জিতল ইয়র্কশায়ার। তারা হারাল শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন দল উভাকে। উভার ১৫০-৭ ইয়র্কশায়ার টপকে যায় ১৯.৫ ওভারে। ইয়র্কশায়ারের আদিল রশিদ ম্যাচের সেরা হলেও আসল নায়ক ছিলেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকান মিলার উভার হয়ে খেলা উমর গুলের বলে মুখে চোট পান। তা সামলে ফের ব্যাট হাতে দাঁড়িয়ে ৩৯ রানে নট আউট থাকেন। রশিদ একটি উইকেট পাওয়ার পাশাপাশি ৩৬ করে অপরাজিত থাকেন। উভার হয়ে উল্লেখযোগ্য রান করেছিলেন থিলিনা কান্দাম্বি (২৯ ন.আ.) এবং শিবনারায়ণ চন্দ্রপল (২৭)। অন্য ম্যাচে হেরে গেল শোয়েব মালিকের দল, শিয়ালকোট স্ট্যালিয়ন। প্রথমে ব্যাট করে শিয়ালকোট তোলে ১৩০-৯। অধিনায়ক মালিক করেন ১৯। অকল্যান্ডের কাইল মিলস নেন দু’ উইকেট। ম্যাচ অকল্যান্ড জেতে ছ’উইকেটে।

লিয়েনে পুণে এফসি নিল পাইতেকে
মর্গ্যানের দলে প্রথম একাদশে সুযোগ হচ্ছিল না। তাই লিয়েনে ডেরিক পেরিরার পুণে এফসি-তে গেলেন লাল-হলুদের মিডফিল্ডার খানতাং পাইতে। চলতি মরসুমে জেজেদের দলের হয়ে খেলতে দেখা যাবে পাইতেকে। মঙ্গলবারই পুণের ক্লাবটির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ খবর জানা গিয়েছে। পাইতের সঙ্গে পুণের ক্লাবটির চুক্তি আগামী বছরের মে পর্যন্ত। চলতি মরসুমে লেস্টার ফার্নান্ডেজ পুনে এফসি ছেড়ে প্রয়াগ ইউনাইটেডে আসায় মাঝমাঠে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ শানানোর খেলোয়াড়ের অভাব হচ্ছিল পুণের দলটির। পাইতেকে পাওয়ায় সেই সমস্যা মিটবে বলে মনে করছেন পুণের কোচ ডেরিক পেরিরা। পাইতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আই লিগে প্রথম দলে খেলার জন্যই পুণে এফসি-তে আসা। ইস্টবেঙ্গলে দলে জায়গা হচ্ছিল না।” টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্র পাইতে ২০১১-১২ মরসুমে ইস্টবেঙ্গলে সই করেছিলেন।

স্কুলে আরও খেলা চেয়ে মন্ত্রীকে চিঠি সচিনের
দেশের স্কুলগুলিতে খেলাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলে চিন্তিত সচিন তেন্ডুলকর। তাই স্কুলশিক্ষায় খেলাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলার আর্জি জানিয়ে সচিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বলকে চিঠি লিখলেন। গত সপ্তাহে পাঠানো ওই চিঠিতে সচিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে খেলার আরও বেশি প্রচলন করা যায় কী ভাবে, তার রাস্তাও বাতলেছেন। মন্ত্রীর তরফেও সচিনকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁর পরিকল্পনার একটি ‘প্রেজেন্টেশন’ দেওয়ার জন্য। সচিন তাঁর বক্তব্য পেশ করার পর স্কুলে খেলাকে আবশ্যিক করার ইঙ্গিতও দিয়েছেন সিব্বল।

অস্ট্রেলীয় ওপেন খেলতে চান নাদাল
এ বছর উইম্বলডনে পায়ে চোট পেয়ে একের পর এক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে হয়েছে রাফায়েল নাদালকে। স্প্যানিশ তারকা অবশ্য আশাবাদী ২০১৩ অস্ট্রেলীয় ওপেন খেলা নিয়ে। অস্ট্রেলীয় ওপেন ডিরেক্টর ক্রেগ টাইলি এ দিন জানিয়েছেন, নাদালের কাছ থেকে একটা এসএমএস পেয়েছেন তিনি। সঙ্গে রয়েছে একটা ছবিও প্র্যাক্টিস করছেন নাদাল। যার মর্মার্থ খুব সহজ। ‘আমি ফিট। মেলবোর্নে খেলছি।’ টাইলি বলেছেন, “নাদালের সঙ্গে কথা হয়েছে। এ বছরের শেষের দিকেই ও কোর্টে ফিরতে চায়। অস্ট্রেলীয় ওপেনে খেলাও নিশ্চিত।” এ বছর ডিসেম্বরের শেষে আবু ধাবিতে একটা প্রদর্শনী টুর্নামেন্টে নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে, ডেভিড ফেরার-দের সঙ্গে খেলবেন নাদালও। গত জুন মাসে চোট পাওয়ার পরে ঘোষণা হয়েছিল, সুস্থ হতে দু’মাস লাগবে নাদালের। আদতে তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছেন ২৬ বছরের তারকা। একশো শতাংশ ফিট না হয়ে কোর্টে ফিরতে চান না তিনি। অস্ট্রেলীয় ওপেন বরাবরই তাঁর কাছে পয়া টুর্নামেন্ট। গত বার জকোভিচের কাছে হেরে টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন তিনি।

আইসিসি ভাইস প্রেসিডেন্ট মুস্তাফা কামাল
জগমোহন ডালমিয়ার পরে আইসিসি প্রেসিডেন্ট পদে আসছেন আর এক বাঙালি। এ দিনই আইসিসি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মুস্তাফা কামালের নাম। জানানো হয়েছে, সামনের দু’বছরের মধ্যে আইসিসি প্রেসিডেন্টের চেয়ারে তিনিই বসবেন। মঙ্গলবার কলম্বোয় আইসিসি-র বৈঠকে মুস্তাফার নাম প্রস্তাব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১২-১৪ সময়সীমার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবেন মুস্তাফা। পরে অ্যালান আইজ্যাকের উত্তরসূরি হিসেবে এক বছরের জন্য আইসিসি প্রেসিডেন্ট হবেন তিনি।

ফের চ্যালেঞ্জার শুরু হচ্ছে
দু’বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বাংলার ঘরোয়া চ্যালেঞ্জার ট্রফি। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। কল্যাণীতে। তিনটে টিম নিয়ে টুর্নামেন্ট হবে। বাংলা ‘সিনিয়র’, বাংলা ‘এ’ এবং বাংলার অনূর্ধ্ব ১৯ দল। আজ বুধবার সিএবিতে চ্যালেঞ্জারের দল নির্বাচনী বৈঠক। যা খবর, তাতে সিনিয়র টিমের নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন লক্ষ্মীরতন শুক্ল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.