এখনই ইপিএলে খেলো না, পেলের পরামর্শ নেইমারকে |
সংবাদসংস্থা • রিও দি জেনেইরো |
তাঁকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে চেলসি, বার্সেলোনা। অস্কার থেকে দানি আলভেজ সবাই তাঁর সঙ্গে একপ্রস্থ কথাবার্তা চালিয়েছেন, নিজেদের ক্লাবে আসার জন্য। কিন্তু এখনই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ইউরোপে খেলতে বারণ করছেন পেলে।
কেন? ফুটবল কিংবদন্তির মনে হচ্ছে, ইউরোপে খেলার জন্য যে শারীরিক ক্ষমতা দরকার সেটা এখনও তৈরি হয়নি নেইমারের। ব্রাজিলের নতুন তারকার ইউরোপ-যাত্রার সম্ভাবনার কথা শুনে পেলে নাকি ভয়ও পেয়ে গিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, ইউরোপের প্রস্তাব উপেক্ষা করা কুড়ি বছরের নেইমারের পক্ষে সহজ হবে না। বিশেষ করে তাঁর দেশের টিমমেটরাই যখন এক-এক করে তাঁকে প্রস্তাব দিচ্ছেন।
|
“এই প্রস্তাবগুলোর কথা কানে আসার সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করি। বলি, তুমি এখনই ইপিএলে যেও না,” বলেছেন পেলে। সঙ্গে যোগ করেছেন, “আমি জানতাম যে নেইমারের পক্ষে এই প্রস্তাব উপেক্ষা করা কঠিন হবে। কিন্তু আমি ওকে প্রচণ্ড পছন্দ করি। মনে করি যে, ওর পক্ষে এখনই ইউরোপে মানিয়ে নেওয়া কঠিন। কারণ ওখানে খেলতে গেলে যতটা শারীরিক শক্তি দরকার, নেইমারের সেটা এখনও নেই।”
প্রসঙ্গত, নিজের ফুটবলজীবনেও ইউরোপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পেলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার প্রস্তাব তাঁর কাছে এসেছিল। কিন্তু নিজের ফুটবল কেরিয়ারের সিংহভাগ সময়টাই পেলে কাটিয়ে দেন ব্রাজিলের স্যান্টোসে। অবসর নেওয়ার কিছু দিন আগে শুধু নিউ ইয়র্ক কসমসে যোগ দেন। |