|
|
|
|
কাল শুরু মহকুমা-ফুটবল |
উদ্যোগী যুব কল্যাণ দফতর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
যুব কল্যাণ দফতরের উদ্যোগে মহকুমা স্তরে ফুটবল প্রতিযোগিতা শুরু হবে কাল, বৃহস্পতিবার। চলবে শনিবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের একটি করে দল এতে যোগদান করবে। গত মাস থেকে জেলা জুড়ে শুরু হয়েছে ‘পঞ্চায়েত যুব ক্রীড়া ও খেল অভিযান’। এই কর্মসূচিতে ফুটবল প্রতিযোগিতাও রয়েছে। ইতিমধ্যে জেলার অধিকাংশ ব্লকে ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে। ব্লকস্তরে যে দল চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলই মহকুমাস্তরে প্রতিযোগিতায় যোগদান করবে। এ বার শুরুতে মহকুমা ও পরে জেলাস্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দফতর সূত্রে খবর, মেদিনীপুর (সদর) মহকুমার অন্তর্গত ব্লকগুলির খেলা হবে শালবনির নেতাজি স্টেডিয়ামে। ঝাড়গ্রাম মহকুমার অন্তর্গত ব্লকগুলির খেলা হবে ঝাড়গ্রামের কুমুদকুমারী ইনস্টিটিউটের মাঠে। খড়্গপুর মহকুমার অন্তর্গত ব্লকগুলির খেলা হবে সবংয়ের বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবনের মাঠে। ঘাটাল মহকুমার অন্তর্গত ব্লকগুলির খেলা হবে ঘাটালের অরবন্দি স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকাল থেকে খেলা শুরু হবে। ৪টি মহকুমার ৪টি দল নিয়ে আগামী শনিবার মেদিনীপুর শহরে প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে। মহকুমা স্তরের চ্যাম্পিয়ন দল শহরের অরবিন্দ স্টেডিয়ামে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
কেন এই উদ্যোগ? যুব কল্যাণ দফতরের এক আধিকারিক বলেন, “এর ফলে গ্রামাঞ্চলে খেলায় উৎসাহ বাড়বে। শহরে মাঝে মধ্যেই বিভিন্ন সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হয়। গ্রামে সেই ভাবে হয় না। সরকারের এই উদ্যোগের ফলে গ্রামের ফুটবল দলগুলি মাঠে নেমে তাদের সেরাটা তুলে ধরার সুযোগ পাবে। অনেক প্রতিভাও সামনে আসার সুযোগ পাবে।”
যুব কল্যাণ দফতরের জেলা আধিকারিক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “গ্রামাঞ্চলে খেলাধুলোর প্রতি উৎসাহ বাড়াতেই সরকারের এই উদ্যোগ। প্রতিযোগিতা ঘিরে ব্লক স্তরে সাড়া পড়েছিল। আশা করি, এ বার মহকুমা ও জেলা স্তরেও একই রকম সাড়া পড়বে।” |
|
|
|
|
|