টুকরো খবর |
তৃণমূলের নামে দখলদারির নালিশ দাঁতনে
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
পঞ্চায়েতের কাজে দরপত্র দেওয়া নিয়ে দখলদারির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দাঁতন ১ ব্লকের তৃণমূল পরিচালিত মনোহরপুর পঞ্চায়েতের ঘটনা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতে এলাকায় মোরামের রাস্তা তৈরি, সংস্কার ও গার্ডওয়াল তৈরির জন্য এনআরইজিএ প্রকল্পে ১ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। মোট ৬৬টি প্রকল্পে দরপত্র দেওয়া হবে ৮৫ লক্ষ টাকার, বাকিটা শ্রমিকদের মজুরি হিসাবে বরাদ্দ। ঠিকাদারদের একাংশের অভিযোগ, সোমবার তাঁরা নির্দিষ্ট ফর্ম তুলতে পঞ্চায়েতে গেলে রাস্তায় ও পঞ্চায়েতের সামনে তৃণমূলের লোকেরা বাধা দেয়। মারধর করে নথিপত্র ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ফলে বন্ধ হয়ে যায় দরপত্র দেওয়া। সোমবারই তাঁরা এ ব্যাপারে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। বিডিও জ্যোতি ঘোষ বলেন, “অভিযোগ পেয়েই পুলিশ ও পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি সুষ্ঠু ভাবে দরপত্র দেওয়ার। ব্লক এলাকার সমস্ত ঠিকাদারই দরপত্র নেওয়ার প্রক্রিয়ায় যোগ দিতে পারেন।” দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর বলেন, “পঞ্চায়েতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।” তবে সিপিএমের দাঁতন জোনাল কমিটির সম্পাদক অনিল পট্টনায়েকের অভিযোগ, “তৃণমূলের অনুগত ঠিকাদারেরা দুনীর্তি করার লক্ষে পরিকল্পিত ভাবেই অন্য ঠিকাদারদের বাধা দিচ্ছে। হুমকিও দেওয়া হচ্ছে।” তৃণমূলের ব্লক সভাপতি বিক্রম প্রধান বলেন, “সিপিএমের অভিযোগ ভিত্তিহীন। ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এটা একেবারেই ঠিকাদারদের অভ্যন্তরীন ব্যাপার।”
|
নতুন সংসদ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর কমার্স কলেজের ছাত্র সংসদ গড়ল ছাত্র পরিষদ (সিপি)। মঙ্গলবার গঠিত নতুন সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিষেক হুই এবং সভাপতি অভিজিৎ দাস। গত শুক্রবার কমার্স কলেজে নির্বাচন হয়েছিল। মূলত সিপি-টিএমসিপি প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তবে নির্বাচনে জিতে সংসদ নিজেদের দখলে রেখেছে সিপি। ৩০টি আসনের মধ্যে সিপি পেয়েছে ২২টি আসন। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ৭টি ও ১টি আসন এসএফআইয়ের দখলে রয়েছে। সিপি’র জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “আমরা সারা বছর ধরেই ছাত্রছাত্রীদের পাশে থাকি। কলেজের উন্নয়নে নতুন সংসদ সব রকম ভাবে সহযোগিতা করবে।”
|
তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মঙ্গলবার মোহনপুরে বিক্ষোভ মিছিল ও সভা করল তৃণমূল। এ দিন বিকালে মোহনপুর বাজার এলাকায় কয়েক হাজার মানুষের মিছিল হওয়ার পর ব্লক কার্যালয়ের সামনে জনসভাও হয়। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ রায়, জেলা নেতা বিক্রম প্রধান, শৈবাল গিরি, ব্লক সভাপতি প্রদীপ পাত্র।
|
বিজ্ঞান সচেতনতা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
সোমবার ও মঙ্গলবার দু’দিন ব্যাপী দাঁতন-২ ব্লকের পুঁয়া পদ্মলোচনকন্যা বিদ্যাপীঠে বিজ্ঞান সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল। মেদিনীপুর সায়েন্স সেন্টারের সহযোগিতায় সর্বশিক্ষা অভিযানের এই কর্মসূচিতে বিজ্ঞানের মডেল প্রদর্শনী, কুসংস্কারমুক্ত চিন্তার প্রসারের জন্য স্লাইড শো-সহ আলোচনাসভার আয়োজন ছিল। |
|