টুকরো খবর |
ক্ষতিপূরণের দাবি মেটেনি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠে পড়ে মৃত্যু হয়েছিল এক অস্থায়ী কর্মীর। ডিভিসি-র ওই কর্মী কালিপাহাড়ি ইউনিটে চাকরি করতেন। বক্তারনগরে দুর্ঘটনাটি ঘটে গত ১৯ সেপ্টেম্বর। সাত দিনের মধ্যে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও পোষ্যকে চাকরি দেওয়ার দাবি মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও দাবিপূরণ না হওয়ায় আইএনটিটিইউসি অনুমোদিত ‘ডিভিসি ক্যাসুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন’-এর নেতৃত্বে সোমবার থেকে কালিপাহাড়ি ইউনিটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। সংগঠনের কার্যকরী সভাপতি সাধন রায় জানান, দাবি না মেটা পর্যন্ত ধর্না-বিক্ষোভ চলবে। তাঁর দাবি, “ধর্না শুরুর পরেই কর্তৃপক্ষ মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিয়েছেন। কিন্তু চাকরি দেওয়ার ব্যাপারে কোনও কথা শুনছেন না। বুধবার ডিভিসি-র অন্য ইউনিটে কর্মরত অস্থায়ী কর্মীরাও কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হবেন।” কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হবে।
|
গণধর্ষণে ধৃতদের ফের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গণধর্ষণে জড়িত অভিযোগে ধৃত ১৬ জনের জামিনের আবেদন নামঞ্জুর করল দুর্গাপুর আদালত। মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গত ৯ সেপ্টেম্বর সিটি সেন্টারে জাতীয় সড়কের ধারে পিয়ালা কালীবাড়ি সংলগ্ন এলাকায় গভীর রাতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বাধা দিতে গিয়ে মার খান তাঁর স্বামী। ঘটনার পরে দুষ্কৃতীরা দু’জনের মোবাইল ফোন নিয়ে পালায়। মোবাইলের টাওয়ারের সূত্র ধরে পুলিশ ১৬ জনকে ধরে।
|
শ্রমিকদের মান বাড়াতে কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নির্মাণক্ষেত্রের অসংগঠিত শ্রমিকদের প্রশিক্ষণে দু’দিনের এক কর্মশালা শুরু হয়েছে দুর্গাপুরে। মঙ্গলবার সেখানে গিয়ে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “পরিচারিকাদের সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে ফল মিলেছে। বেশি বেতনের কাজ পেয়েছেন। উপযুক্ত প্রশিক্ষণ পেলে নির্মাণ শ্রমিকদেরও রোজগার বাড়ার সম্ভাবনা রয়েছে।” মন্ত্রী জানান, বণিক সংগঠনের হিসেবে যত দক্ষ নির্মাণ শ্রমিক প্রয়োজন তার মাত্র ৩০% রয়েছেন। অদক্ষ শ্রমিকদের দিয়ে কাজ চালাতে হচ্ছে। ফলে গুণমান বজায় থাকছে না। |
|