|
|
|
|
সুইচ বোর্ডে বিস্ফোরণে অগ্নিদগ্ধ কর্মী, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ভূগর্ভে বিদ্যুতের সুইচ বোর্ডে বিস্ফোরণের জেরে গুরুতর জখম হলেন এক খনিকর্মী। ঘটনাটি ঘটেছে অন্ডালের ময়রা কোলিয়ারিতে। ওই কর্মীর ঠিক মতো চিকিৎসা ও খনিতে সুরক্ষায় জোর দেওয়ার দাবিতে উৎপাদন বন্ধ রেখে সিটু এবং আইএনটিইউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন কর্মীরা।
কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৩টে ২০ মিনিট নাগাদ ময়রা কোলিয়ারির জামবাঁধ ৩ নম্বর খনিতে একটি সুইচ বোর্ডে (গেট অ্যান্ড বক্স) বিস্ফোরণ হয়। কাছেই কাজ করছিলেন তপন বাউরি নামে এক কর্মী। তাঁর শরীরের একাংশ পুড়ে যায়। অন্য কর্মীরা তাঁকে আশঙ্গাজনক অবস্থায় কাল্লা হাসপাতালে নিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়তেই খনিকর্মীরা কাজ বন্ধ করে দেন। মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত উৎপাদন বন্ধ থাকে। |
|
—নিজস্ব চিত্র। |
শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, ভূগর্ভে মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা বিশেষ নেই। এই অবস্থায় কাজ করা বিপজ্জনক। ওঠানামার ডুলি বহুকাল রক্ষণাবেক্ষণ হয় না। ভূগর্ভ থেকে শুরু করে কর্মীদের আবাসন, সর্বত্র বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। দীর্ঘদিন আগে লাগানো বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ হয় না। কাল্লা হাসপাতালের পরিকাঠামো দুর্বল। তপনবাবুকে ভর্তি করানোর পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে অন্যত্র স্থানান্তরের দাবি জানাতে থাকেন খনিকর্মীরা। এ দিন সকালে ইসিএলের সাঁকতোড়িয়া সদর দফতর থেকে সুরক্ষা আধিকারিক বি এন চৌধুরী এবং নোডাল অফিসার বিনোদ সিংহ-সহ অন্য আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখতে খনিগর্ভে যান। তপনবাবুকে দুর্গাপুরের ইস্পাত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করার পরে বিক্ষোভ থামে। সংশ্লিষ্ট এরিয়া কর্তৃপক্ষ জানান, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |
|
|
|
|
|