খেলার টুকরো খবর

ফুটবলে গোলমাল
সুপার ডিভিশন ফুটবল লিগের খেলায় মঙ্গলবার পুলিশ এসি ১-০ গোলে হারায় সেন্টার অফ ইয়ং সোসাইটিকে। খেলার শুরুতেই গোল করেন পুলিশ এসি-র নিলয় কর্মকার। কিন্তু ম্যাচ শেষের পরে সেন্টারের অধিনায়ক অভীক নন্দী অভিযোগ করেন, রেফারি প্রশান্ত রায় পক্ষপাতিত্ব মূলক আচরণের জন্যই তাঁরা হেরেছেন। তাঁর অভিযোগ, “বারবার ফাউল করা সত্ত্বেও পুলিশের কোনও ফুটবলারকে রেফারি লাল কার্ড দেখানো দূরের কথা, হলুদ কার্ডও দেখাননি।” বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব দেবাশিস কোনার বলেন, “সেন্টারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা ঘটনাটি খতিয়ে দেখব।” রেফারির দাবি, “ফুটবলে এই ধরনের ফাউল হতেই পারে। তার জন্য লাল বা হলুদ কার্ড দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না।”

বিদ্যার্থীর জয়
—নিজস্ব চিত্র।
বর্ধমান সদর জোন অনূর্ধ্ব ১৮, ১৭ ও ১৯ পর্বের তিনটি ফাইনাল আয়োজিত হল স্পন্দন মাঠে। অনূর্ধ্ব ১৪ পর্বে রাজ কলেজিয়েট স্কুল অরুণ মুন্ডার একমাত্র গোলে শিবকুমার হরিজনকে হারায়। অনূর্ধ্ব ১৭ পর্বে বিদ্যার্থী ভবন হাইস্কুল ৩-০ গোলে হারিয়েছে বাণীপীঠ হাইস্কুলকে। গোল করে তাপস মাজি, দীপকুমার শীল, সত্যেন কুমার। অনূর্ধ্ব ১৯ পর্বে হাটগোবিন্দপুরের এমসি হাইস্কুল ৪-১ গোলে ইছলাবাদ হাইস্কুলকে হারায়। এমসি-র প্রসেনজিৎ টুডু ২টি, মহাদেব টডু, লক্ষ্মীকান্ত মুর্মু একটি করে গোল করেন। ইছলাবাদের হয়ে গোলটি করে হিতেন টুডু।

স্মৃতি ফুটবল
বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মাধব দাঁ ও অমর রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল এফসিএ। রামসায়ের ময়দানে তারা বৈজন্তীপুর উড়ণচন্ডীকে ৫-০ গোলে হারায়। এই মাঠে সোমবারের খেলায় বিজয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। তারা মেমারী এফএকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।

হারল উখড়া
শিবশঙ্কর ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল পানুড়িয়া বিবেকানন্দ সঙ্ঘ। কাপিষ্টা মাঠের খেলায় তারা উখড়া এফএ-কে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।

চ্যাম্পিয়ন উদয়ন
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগের মঙ্গলবারের খেলায় বিজয়ী হল কালাঝড়িয়া উদয়ন সঙ্ঘ। এমসিটিআই মাঠে তারা হিরাপুর এমসিটিএসকে ৩-০ গোলে হারায়।

বালানপুরের জয়
দুর্বার স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল বালানপুর এফসি। সাতগ্রাম মাঠে তারা বাগানপাড়া নেতাজী সঙ্ঘকে ৩-০ গোলে হারায়।

মহাবীরের হার
কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল গোপালপুর ইউসি। টিএমসি মাঠে তারা মহাবীর ক্লাবকে ২-০ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের লক্ষ্মী বাউরি।

জয়ী রয়্যাল
ইউনিফায়েড ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল রয়্যাল স্পোর্টিং ক্লাব। শতাব্দী পার্ক মাঠে তারা বেঙ্গলটাইগারকে ৩-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.