টুকরো খবর
ধর্ষণের পরে খুন, অভিযুক্ত গ্রেফতার
দক্ষিণ দিনাজপুরের তপনের মহকুঁড়ি এলাকায় ছাত্রীকে ধর্ষন ও খুনের ঘটনার মূল অভিযুক্ত আনোয়ার হোসেন মন্ডলকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে অভিযুক্ত ওই যুবক তপনের শ্রীবই গ্রামে এক আত্মীয়ের বাড়ি লুকিয়ে ছিলেন। অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিল। সোমবার ধৃত যুবককের বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে মামলা রুজু করে পুলিশ বালুরঘাটের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করায়। সরকারি আইনজীবী দেবাশিস মজুমদার জানান, মামলার তদন্তকারী অফিসার আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান। বিচারক অভিযুক্তের জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বার হয়ে নিখোঁজ হন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মেহেরুন খাতুন। পরেরদিন, বাড়ির পাশে একটি পুকুরের ধার থেকে মেহেরুনের দেহ উদ্ধার হয়। নিহত ছাত্রীর বাবা দবিরুল মন্ডল প্রতিবেশী যুবক আনোয়ারের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন। তার পরেই কলেজের প্রথম বর্ষের ছাত্র অভিযুক্ত আনোয়ার এলাকা থেকে পালায়। তদন্তের পর পুলিশ জানিয়েছে, মোবাইলে ফোন করে আনোয়ার নিহতকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর বিয়ে করতে রাজি না হওয়ায় শ্বাসরোধ করে সে ওই ছাত্রীকে খুন করেছে বলে ধৃত স্বীকার করেছে। তবে সে ধর্ষণ করেনি বলে দাবি করেছে। পুলিশ সুপার জানান, ধৃতের ডাক্তারি পরীক্ষা করে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে।

হাটবাস বন্ধ
উত্তর দিনাজপুরের বিভিন্ন রুটে হাট বাস বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা বিপাকে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ, গত এক বছরে ট্রাক উল্টে প্রায় ১০ জন ব্যবসায়ী জখম হয়েছেন। দ্রুত বেসরকারি হাটবাস পরিষেবা চালু করার দাবিতে সম্প্রতি সংস্থার তরফে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “কেন বেসরকারি হাটবাস বন্ধ জানি না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “প্রশাসন ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে লোকসান বেড়ে চলায় বাধ্য হয়ে হাটবাস পরিষেবা বন্ধ করা হয়েছে। বাসগুলি সাধারণ রুটে চলছে।” ব্যবসায়ী সংগঠনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, “বেসরকারি হাটবাস চালুর জন্য প্রশাসন উদ্যোগী না হলে জেলা জুড়ে অনির্দিষ্টকালের ব্যবসা বন্ধের ডাক দেওয়া হবে। বিষয়টি জেলাশাসককেও জানানো হয়েছে।”

খুন, সন্দেহে আটক ভাই
দাদাকে খুন করার অভিযোগে পুলিশ ভাইকে আটক করেছে। রবিবার রাতে কালিয়াচক থানার মোথাবাড়ির গীতা মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহতের নাম সুভাষ মণ্ডল (৫৪)। সোমবার সকালে গীতা মোড়ের কাছ থেকে তাঁর দেহটি উদ্ধার করেছে। মোথাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত চক্রবর্তী জানান, জমিজমা না পাওয়ার আক্রোশে ভাই দাদাকে খুন করেছে। সেই সন্দেহে ভাই ও বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সুরেন মণ্ডলের দুই ছেলে। বড় ছেলে সুভাষ প্রতিবন্ধী। ছোট ছেলে প্রভাস। ছয় বছর আগে সুরেনবাবু বড় ছেলের নামে ১০ বিঘা জমি লিখে দেন। এর পর থেকেই দুই ভাইয়ে বিরোধ শুরু হয়। নিহত সুভাষ মণ্ডলের স্ত্রী সুলেখা দেবী জানিয়েছেন, সন্ধ্যায় বাড়ি থেকে বার হয়ে আর ও আর বাড়ি ফেরেনি। ওঁকে খুন করা হয়েছে।

কর্মবিরতিতে ৪টি সংগঠন
বেতন বৃদ্ধির দাবিতে ডান-বাম শিবিরের চারটি ট্রাক চালকদের সংগঠন একযোগে কর্মবিরতির ডাক দেওয়ায় কোচবিহারে রেশনে পণ্য সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার খাগরাবাড়ি ট্রাক স্ট্যান্ডে সিটু, টিইউসিসি, ইনটাক, আইএনটিটিইউসি প্রভাবিত চারটি ট্রাক চালক সংগঠনের সদস্যরা একযোগে কর্মবিরতির ডাক দেন। চালকদের অভিযোগ, ট্রাক চালকদের ফি মাসে ২৭৫০ টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ওই টাকায় সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। বেতন ৪ হাজার টাকা করার দাবি মানা হচ্ছে না। কর্মবিরতির জেরে রেশন পণ্য সরবরাহ হয়নি। ট্রাক মালিকেরা বেতন ৩২০০ টাকা করার কথা বললেও চালকেরা তা মানতে নারাজ। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “রেশনে পণ্য পরিবহণে যাতে সমস্যা না হয় তা দেখা হবে।”

দুষ্কৃতী-দৌরাত্ম্য
দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্কিত সরকারি আবাসনের আবাসিকরা। অভিযোগ উঠেছে, পরিস্থিতির কথা কয়েকবার পুলিশকে জানিয়েও লাভ হয়নি। বালুরঘাটের সরকারি আবাসনের ওই পরিস্থিতির খবর শুনে উদ্বিগ্ন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের সঙ্গে কথা বলব।” আবাসিকেরা জানান, সন্ধ্যা নামতেই বহিরাগতদের দখলে চলে যায় গোটা চত্বর। শুরু হয় নেশার কারবার। গত তিন-চার মাসে আবাসনের লোহার পাইপ, কলের হাতল চুরি হয়েছে। একটি ব্লকের ফাঁকা ফ্ল্যাটের গ্রিল কেটে বেসিন সহ পানীয় জলের সরঞ্জাম চুরির করে পালায় দুষ্কৃতীরা। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্থানীয় থানাকে আবাসনে নজরদারি বাড়াতে বলা হয়েছে।”

কর্মবিরতিতে ৪টি সংগঠন
বেতন বৃদ্ধির দাবিতে ডান-বাম শিবিরের চারটি ট্রাক চালকদের সংগঠন একযোগে কর্মবিরতির ডাক দেওয়ায় কোচবিহারে রেশনে পণ্য সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার খাগরাবাড়ি ট্রাক স্ট্যান্ডে সিটু, টিইউসিসি, ইনটাক, আইএনটিটিইউসি প্রভাবিত চারটি ট্রাক চালক সংগঠনের সদস্যরা একযোগে কর্মবিরতির ডাক দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.