হলদিয়া ডেন্টাল কলেজে ছাত্র ভর্তির সমস্যা আপাতত কাটতে চলেছে। কলেজের নতুন ভবনে তারা ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে পঠনপাঠন শুরু করতে পারবে।
আইকেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই ডেন্টাল কলেজ পরিচালনা করে। হলদিয়া মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ চলছিল একই ভবনে। মেডিক্যাল কাউন্সিল সেই কারণে ওই মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করে দেয়। সমস্যা কাটাতে ডেন্টাল কলেজ উঠে গিয়েছিল নতুন ভবনে। কিন্তু তাতে বাদ সাধে ডেন্টাল কাউন্সিল। তারা জানিয়ে দেয়, পুরনো ভবনে ফিরে না-গেলে ডেন্টাল কলেজকে অনুমোদন দেওয়া হবে না। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেন ডেন্টাল কলেজের কর্তৃপক্ষ।
ডেন্টাল কাউন্সিলের এই কঠোর মনোভাবের কারণ, তাদের না-জানিয়েই ডেন্টাল কলেজটিকে নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছিল। হাইকোর্টের পরামর্শে ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিরা হলদিয়া ডেন্টাল কলেজের নতুন ভবন পরিদর্শনে যান। ওই পরিদর্শকদের তরফে হাইকোর্টে জানিয়ে দেওয়া হয়, নতুন ভবনে ডেন্টাল কলেজে ছাত্রছাত্রী ভর্তি করার ব্যাপারে তাঁদের আপত্তি নেই। তবে পড়ুয়ার সংখ্যা কিছুটা কমাতে হবে।
আইকেয়ার সোসাইটির পক্ষে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এবং কলেজ-কর্তৃপক্ষের তরফে আইনজীবী এস এস কপূর সোমবার জানিয়ে দেন, কলেজ পরিচালন সমিতি ১০০ ছাত্রছাত্রীর বদলে ৫০ জনকে ভর্তি নিতে রাজি। হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে এই বিষয়ে বক্তব্য জানতে বলেছিলেন। কেন্দ্রের পক্ষে আইনজীবী সোমনাথ বসু এ দিন আদালতে বলেন, এই বিষয়ে কেন্দ্রের কাছে কোনও নির্দেশ নেই। ডেন্টাল কাউন্সিলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অনুমোদন বা ভর্তি সম্পর্কে যা বলার, তা বলবে তারাই। বিচারপতি অনিরুদ্ধ বসু জানান, আগামী ১৬ অক্টোবর তিনি এই মামলার চূড়ান্ত রায় দেবেন। |