ভাড়া বাড়ল নতুন,পুরনো বঙ্গভবনের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আমজনতার জন্য দিল্লির বঙ্গভবন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভাড়াও বাড়িয়ে দিল রাজ্য সরকার। পুরনো এবং নতুন দু’টি অতিথিশালারই ভাড়া বাড়ছে। নতুন অতিথিনিবাসের ভাড়া পুরনোটির চেয়ে অনেকটাই বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে রাজস্ব বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর।
দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পাঁচতলা অতিথিশালার একটি দ্বিশয্যা ঘরের দৈনিক ভাড়া আড়াই হাজার টাকা করা হয়েছে। কাল, বুধবার থেকে নতুন বঙ্গভবনের বুকিং শুরু হবে। পুজোর আগেই নতুন অতিথিশালা চালু হয়ে যাবে বলে সোমবার মহাকরণে জানান পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন। সম্প্রতি দিল্লি সফরের সময় নতুন বাড়ি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ভিআইপি-দের নাম করে নতুন ওই পাঁচতলা বাড়ির ৩৬টি ঘর তালাবন্ধ করে রাখা যাবে না। সাধারণ মানুষের জন্য সেগুলো খুলে দেওয়া হোক। এতে রাজ্যের মানুষের সুবিধা হবে। আয়ও বাড়বে। ২০০৭ সালে মূলত ভিআইপি-দের কথা ভেবেই ওই অতিথিশালা তৈরির কাজে হাত দিয়েছিল তৎকালীন বাম সরকার।
মন্ত্রী, বিচারপতি, জনপ্রতিনিধি, রাজ্য সরকারের অফিসারেরা দিল্লি সফরে গেলে নতুন অতিথিশালায় ঘর পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সেখানে দু’টি স্যুইট আছে। তার বাইরে থাকা ফাঁকা ঘরগুলি দৈনিক আড়াই হাজার টাকায় অন্যদের ভাড়া দেওয়া হবে। পূর্তসচিব জানান, নতুন ভবনের প্রতিটি ঘর শীতাতপ নিয়ন্ত্রিত। শোয়ার ঘরের সঙ্গে রয়েছে আলাদা বসার জায়গা। রয়েছে অন্যান্য সুযোগ সুবিধাও। রাজস্ব বাড়ানোর জন্য রাজ্য সরকারের সাবেক বঙ্গভবনেও সাধারণের জন্য শয্যা-পিছু ভাড়া দৈনিক ৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৯০০ টাকা। বাড়ছে মূলত ছাত্রছাত্রীদের থাকার জন্য ডর্মিটরির ভাড়াও (দৈনিক ৫০ টাকা থেকে ১০০ টাকা)। পুজোর পরে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটে রাজ্য সরকারের অতিথিশালার ঘরভাড়াও বাড়বে বলে জানিয়েছেন পূর্তসচিব। |