স্থায়ী চাকরি চেয়ে অনশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্থায়ী চাকরি, পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা, নিয়মিত বেতন এবং পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মানার দাবিতে রাজ্যের প্রায় দেড় হাজার স্কুলের বৃত্তি শাখার বিশ হাজারেরও বেশি চুক্তি-শিক্ষক ও প্রশিক্ষক আন্দোলনে নেমেছেন। ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের বাম অনুগামী এবং তৃণমূল-সমর্থক দু’টি সংগঠনের সদস্যেরা কারিগরি ভবনের সামনে অনশন-অবস্থান করছেন। তাঁদের বক্তব্য, বহু বার বিভিন্ন জায়গায় বলা সত্ত্বেও সমস্যার কোনও সুরাহা হয়নি। তাই এ বার লিখিত আশ্বাস না-পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। বৃত্তিশিক্ষা পরিষদের সভাপতি সুস্মিতরঞ্জন হালদার বলেন, “ওঁদের সমস্যার কথা জানি। আমাদের পক্ষে এই সমস্যার সুরাহা করা সম্ভব নয়। কারিগরি শিক্ষামন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছি।” আর কারিগরি শিক্ষা দফতরের এক কর্তা জানান, এ ব্যাপারে কিছু করার নেই। স্কুলে স্থায়ী চাকরির জন্য অন্য শিক্ষকদের মতো ওঁদেরও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমেই আসতে হবে। এসএসসি-র পরীক্ষায় ওঁদের জন্য সংরক্ষণেরও ব্যবস্থা থাকবে। |
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট হবে। কিছু স্কুল পুজোর আগে টেস্ট সারতে চেয়েছিল। এতে শিক্ষাদিবস কমে যাবে। তাই সংসদের এই নির্দেশ। |