হারিয়ে যাওয়া শিশু গেল হোমে |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ছাতা পরবের মেলার ভিড়ে আত্মীয়স্বজনের সঙ্গ হারিয়ে ফেলা শিশুকে বাঁকুড়ার একটি হোমে পাঠাল পুরুলিয়া জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। সোনু নামে বছর পাঁচেকের ওই ছেলেটিকে সোমবার ছাতনা থানার একটি হোমে পাঠানো হয়। জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য শ্রীকান্ত গরাই জানিয়েছেন, পুরুলিয়া মফস্সল থানার চাকলতোড়ের ছাতা পরবের মাঠ থেকে সোনু হারিয়ে যায়। একটি সংস্থার মাধ্যমে সে কমিটির কাছে আসে। তাকে আদ্রার মণিপুর হোমে রাখা হয়েছিল। ছেলেটি নাম বললেও পদবি জানাতে পারেনি। কথা বলে যেটুকু বোঝা গিয়েছে, তার বাবা মারা গিয়েছেন। মা শ্রমিকের কাজ করেন। ঝালদা এলাকার কোথাও তাদের বাড়ি। শ্রীকান্তবাবুর কথায়, “ঝালদা পুলিশের কাছে এখনও কোনও নিখোঁজ ডায়েরি হয়নি। আমরা ঝালদা ও সংলগ্ন এলাকায় খোঁজ করে বাচ্চাটিকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাঁকুড়ার ওই হোমটি শিশুদের হোম। সেখানে সে ভালভাবে থাকতে পারবে বলেই পাঠানো হয়েছে।”
|
অডিটে গিয়ে আক্রান্ত, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
কারখানায় অডিট করতে গিয়ে কেন্দ্রীয় শুল্ক দফতরের কর্মীদের মারধর খাওয়ার অভিযোগ উঠেছে সাঁতুড়ির একটি স্পঞ্জ আয়রন কারখানায়। সোমবার কয়েক জন কর্মীকে মারধরের পাশাপাশি কারখানার মধ্যে তাঁদের শ্রমিকেরা আটকে রাখেন বলেও অভিযোগ। পরে রঘুনাথপুরের এসডিপিও-র নেতৃত্বে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। তবে বিকেল পর্যন্ত পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ হয়নি। এ দিন কলকাতা থেকে সেন্ট্রাল এক্সসাইজের ২০ জন কর্মীর একটি দল সাঁতুড়ির মধুকুণ্ডায় ওই স্পঞ্জ আয়রন কারখানায় অডিটে এসেছিলেন। এসডিপিও জানান, দুপুরে কারখানায় কিছু নথি বাজেয়াপ্ত করতে গেলে উপস্থিত শ্রমিকেরা ওই কর্মীদের বাধা দেয়। দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে। শ্রমিকরা চার জন কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। আবতদের নিতুড়িয়া ব্লক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তাঁদের দুই সহকর্মীও জখম হয়েছেন বলে দাবি করেছেন কারখানার শ্রমিকরা। এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন “কর্মীদের কারখানার একটি ঘরে ঢুকিয়ে আটকে রেখেছিলেন শ্রমিকরা। খবর পেয়ে তাঁদের উদ্ধার করা হয়। সাঁতুড়ির ওসির নেতৃত্বে কারখানায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশি পাহারায় ওই দলটি বাকি কাজ শেষ করেছে।” কারখানার জেনারেল ম্যানেজার অজয় শর্মা বলেন, “ওদের প্রয়োজনীয় সাহায্য করা হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে সোমবার থেকে পুরুলিয়া জেলায় শুরু হয়েছে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা। পর্ষদের প্রতিনিধি রঙ্গলাল কুমার জানান, পরীক্ষা চলবে ১২ অক্টোবর পযর্ন্ত। জেলায় মোট ৫৫টি পরীক্ষাকেন্দ্রে ৪,৪০০ পরীক্ষা দেবে। |