টুকরো খবর
৩০টি দোকানে তালা জীবনতলায়
তিন দিন ধরে ক্যানিংয়ের জীবনতলা বাজারের ৩০টি দোকান তালাবন্ধ। ওই সব দোকান-মালিকের অভিযোগ, গত শুক্রবার ওই বাজারে সিপিএমের সমাবেশে যাওয়ার ‘অপরাধে’ শনিবার তাঁদের দোকানে তালা ঝুলিয়ে দেয় তৃণমূলের লোকজন। হুমকিও দেয়। যদিও ওই সব দোকান-মালিক গোলমালের আশঙ্কায় পুলিশে অভিযোগ দায়ের করেননি। অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্যানিং-২ ব্লক তৃণমূল সভাপতি সওকৎ মোল্লা। তাঁর দাবি, “এক সময়ে কয়েক জন কংগ্রেস সমর্থকের দোকান সিপিএম দখল করে নেয়। যাঁরা দোকান হারিয়েছিলেন, তাঁরাই এখন তা ফিরে পেতে তালা মেরেছেন। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।” ওই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বক্কর পিয়াদা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে দোকানগুলি খোলার ব্যবস্থা হচ্ছে। পুলিশ জানায়, দোকান খুলতে কেউ সাহায্য চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২ দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বাসন্তীর দক্ষিণ রামচন্দ্রখালি গ্রামের বাসিন্দা ওজেদ শেখ নামে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানায়, ওজেদের বাড়ির সামনের একটি পুকুর থেকে ৩টি বন্দুক ও ৬টি গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের লালপুর মোড় থেকে রফিক শেখ নামে এক দুষ্কৃতী ধরা পড়ে। তার বাড়ি স্থানীয় সন্তোষনগর গ্রামে। তার কাছ থেকে একটি রিভলভার ও একটি সোনার হার উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

স্কুল নির্বাচনে মিশ্র ফল
রবিবার হাসনাবাদের টাকি উত্তর পল্লি হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনেই জয়ী হল সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ফলে উৎসাহিত এলাকার সিপিএম নেতৃত্ব। যদিও স্বরূপনগর তেঁতুলিয়া বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে ৪ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। ২টি আসন পেয়েছে বামফ্রন্ট। কংগ্রেস কোনও আসন পায়নি। সন্দেশখালির কোড়াকাটি হাইস্কুলে রবিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও ব্যালট পেপারে সমস্যা থাকায় ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। নতুন ব্যালট পেপার ছাপার পর নির্বাচনে সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরে রবিবার সুমতিনগর শরৎকুমারী হাইস্কুলে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয় তৃণমূল। রাধাকৃষ্ণপুর হাইস্কুলে ৬টি আসনেই জেতেন সিপিএম প্রার্থীরা।

ধর্ষণের অভিযোগে সন্দেশখালিতে ধৃত ১
এক মহিলাকে তুলে নিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে জুব্বার গাজি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি থানার জীবনতলা গ্রামের এক মহিলা রবিবার বিকালে স্থানীয় বাজারে গিয়েছিলেন। সন্ধ্যায় মেছোভেড়ির পথ ধরে তিনি বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় জুব্বার তাঁকে মেছোভেড়ির আলাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে রবিবার গভীর রাতে জুব্বারকে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে জুব্বারের দাবি, স্বামী পরিত্যক্তা ওই মহিলাকে ব্যবহার করে তাঁকে ফাঁসানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার বসিরহাট আদালতে তোলা হলে বিচারক জুব্বার গাজির ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

মোটর সাইকেল পাচারচক্রের পান্ডা ধৃত
মোটর সাইকেল পাচারচক্রের এক পান্ডাকে গুলিভর্তি রিভলভার-সহ মিনাখাঁর দেবীতলা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মতিউর শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মতিউরের বিরুদ্ধে একাধিক মোটর সাইকেল চুরি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে ফেরার ছিল।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ও তালদি স্টেশনের মধ্যে চাঁদখালির কাছে। রাত পর্যন্ত মৃতের নাম-ঠিকানা জানাতে পারেনি রেল পুলিশ। তারা দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। রেল পুলিশ জানিয়েছে, ষাটোর্ধ্ব ওই ব্যক্তি রেল লাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

বাড়িতে শ্লীলতাহানি
বারাসতে বঙ্কিমপল্লির এক যুবক বাড়িতে ডেকে প্রসাধনী বিক্রেতা তরুণীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। তরুণীর নালিশ, যুবকটি তাঁকে ধর্ষণেরও চেষ্টা করে।

নিজেকে ছুরি
নেশাগ্রস্ত অবস্থায় ছুরির আঘাতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক যুবক। সোমবার। বারাসতের যুবক সঙ্ঘ ক্লাবের কাছে। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.