নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
তেহট্টের বার্নিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক জোট। মোট ৫৫টি আসনের মধ্যে ওই জোট পেয়েছে ৩৯টি আসন। রবিবার ওই নির্বাচনের পরে কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক উভয় দলেরই দাবি, এই নির্বাচনে জিততে সিপিএমের সঙ্গে ‘জোট’ বেঁধেছিল তৃণমূল। কিন্তু তারপরেও শেষরক্ষা হল না। গতবারের মত এবারও ক্ষমতায় এল কংগ্রেস-ফরোয়ার্ড ব্লক জোটই। যদিও এই ‘জোটের’ কথা অস্বীকার করেছে তৃণমূল ও সিপিএম উভয়েই।
তবে তেহট্ট ২ ব্লক কংগ্রেসের সভাপতি চিত্তরঞ্জন ঘোষ বলেন,‘‘তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে না থেকে সিপিএমের সঙ্গে জোট বাঁধল। তাই বাধ্য হয়েই গতবারের মত ফরোয়ার্ড ব্লকের সঙ্গেই জোট করেছি।’’ ফরোয়ার্ড ব্লকের তেহট্ট জোনাল কমিটির সম্পাদক সেলিম বিশ্বাস বলেন, “আমরা তো বলেই দিচ্ছি যে, কংগ্রেসের সঙ্গে জোট করেছি। কিন্তু ওরা জোট করেও কেন প্রকাশ্যে বলতে পারছে না। তৃণমূল নাকি সিপিএমের সঙ্গে একসাথে কোথাও যাবে না, এক সঙ্গে চা খাবে না, অথচ এখানে তো সিপিএমের সঙ্গেই দিব্যি জোট বেঁধে ফেলল’’
তেহট্টের সিপিএমের জোনাল কমিটির সম্পাদক আজাদ আলি শেখ বলেন,‘‘আমাদের বিরুদ্ধে এটা একটা অপপ্রচার চলছে। ওই এলাকায় আমাদের সংগঠন দুর্বল। তাই সব আসনে প্রার্থী দিতে পারিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। আমরা ৫০টি আসনে প্রার্থী দিয়েছিলাম। তার মধ্যে ১১টি আসনে জিতেছি।’’ প্রায় একই সুরে তেহট্ট ২ ব্লকের তৃণমূল নেতা দেবাশিস বিশ্বাস বলছেন,‘‘তৃণমূল কেন সিপিএমের সঙ্গে জোট বাঁধতে যাবে? ওই এলাকায় আমাদের সংগঠন দূর্বল। আমরাও সব আসনে প্রার্থী দিতে পারিনি। অথচ এটাকে নিয়েই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে কুৎসা রটানো হচ্ছে। আমরা সাকুল্যে ২২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। তার মধ্যে জিতেছি মাত্র ৫টি আসনে’’ |