টুকরো খবর
ভোট বয়কট
টানা দশ বছর ধরে দাবি জানানো সত্ত্বেও রাস্তা সংস্কার না হওয়ায় খড়গ্রাম ব্লকের এড়োয়ালী অঞ্চলের গয়েশপুর গ্রামের বাসিন্দারা জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি, কাপাশডাঙা মোড় থেকে গয়েশপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ মোরাম রাস্তাটি বছর পনেরো আগে তৈরি হয়েছিল। তারপর থেকে রাস্তাটির কোনও সংস্কার করা হয়নি। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লকে রাস্তাটি মেরামতের জন্য দাবি জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দা সাগর মণ্ডল বা বাপি মণ্ডলরা বলেন, “রাস্তার দাবিতে আমরা বহুবার বহু অফিসে গিয়েছি। কিন্তু কিছু হয়নি। বাধ্য হয়ে তাই গ্রামের ২৪৮০ জন ভোটার ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।” খড়গ্রামের বিডিও রবিউল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে রাস্তাটিকে পিচের করা হবে। উপনির্বাচনের জন্য কাজ শুরু হয়নি। ভোটের পরেই তার কাজ শুরু হবে। ভোট বয়কটের খবর জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। যাতে সকলে ভোট দেয় সেই চেষ্টা করা হবে।”

বালিকাকে ধর্ষণের নালিশ
স্কুল থেকে ফিরে বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছিল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। বৃহস্পতিবার তখনই ছাত্রীর মুখে গামছা বেঁধে একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তেহট্টের বিজয়নগর গ্রামের ওই ঘটনার পর সোমবার তেহট্ট থানায় একটি ধর্ষণের মামলা রুজু করেন ওই ছাত্রীর বাবা। ওই ছাত্রীর মুখ গামছা দিয়ে বাঁধা থাকায় সে ওই অভিযুক্তকে চিনতে পারেনি। ফলে পুলিশের কাছে অভিযুক্তের পরিচয় দিতে পারেননি ওই ছাত্রীর বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পেশায় দিনমজুর ওই ছাত্রীর বাবার অভিযোগ, ‘‘মেয়েকে পলাশিপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সেভাবে কোনও চিকিৎসা না করেই বাড়ি পাঠিয়ে দেন। এরপর গ্রামের এক চিকিৎসকের কাছে মেয়ের চিকিৎসা করাতে হয়।’’ তেহট্টের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় মণ্ডল বলেন,‘‘এরকমটা হওয়ার কথা নয়। তবুও আমি খোঁজ নিয়ে দেখছি।’’ সোমবার অবশ্য মেডিক্যাল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে কৃষ্ণনগরে পাঠানো হয়েছে।

শিক্ষক নিয়োগ বন্ধ
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় এ কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “উচ্চ শিক্ষা সংসদের কাছ থেকে এক চিঠি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সংসদের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত কাগজপত্র পুনরায় পরীক্ষা করার কথা বলা হয়েছে।” তিনি বলেন, “নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া চলছিল। কিন্তু প্রথম দিন নিয়োগপ্রক্রিয়া ঠিক মতো চললেও, পরে এখানকার একটি কর্মচারী সংগঠনের আন্দোলনের জেরে তা বন্ধ রাখতে হয়েছিল।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১ অক্টোবর শুরু হয়েছিল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। প্রথম দিন তা নির্বিঘ্নে চললেও পরের দিন তৃণমূল প্রভাবিত কর্মচারী সংসদের বিরোধিতায় তা বন্ধ হয়ে যায়। সংগঠনের সভাপতি অশোক হালদার বলেন, “উপাচার্য নিয়ম না মেনেই শিক্ষক নিয়োগ করছিল। তাই আন্দোলন করেছি।”

পথ দুর্ঘটনায় মৃত ১
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। পুলিশ জানিয়েছে ওই মৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৫৬)। ওই ঘটনায় জাকিরের স্ত্রী নয়না বেগম জখম হয়েছেন। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার দুপুরে কান্দি থানা এলাকার কান্দি ডাকবাংলা রাজ্য সড়কে ভাণ্ডারা গ্রাম সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, জাকির হোসেন বড়ঞা থানার পাঁচথুপী গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

জাল নোট-সহ ধৃত
২ লক্ষ টাকার জাল নোট সহ সফিক শেখ নামে এক যুবককে সোমবার দুপুরে জঙ্গিপুর বাসস্ট্যান্ড থেকে ধরল জেলা পুলিশের বিশেষ স্কোয়াডের একটি দল। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘ধৃত সফিকের বাড়ি জঙ্গিপুর শহরের মির্দ্ধাপাড়ায়। মাস খানেক জেলে থাকার পর কিছুদিন আগে সে ছাড়া পায়। সোমবার দুপুরে সে জঙ্গিপুর বাসস্ট্যান্ডে আসে। সেখানেই হাতেনাতে ধরা পড়ে।

কংগ্রেসে যোগদান
তৃণমূল, সিপিএম এবং সিপিআইয়ের প্রায় ২ হাজার কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন। রবিবার সন্ধ্যায় নদিয়ার ধানতলা বাজারে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃবৃন্দ।

অস্ত্র-সহ ধৃত ১
একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি সহ কৃষ্ণচন্দ্র পাল নামে এক ব্যক্তিকে ধুলিয়ান কলাবাগান এলাকা থেকে সোমবার সকালে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের বাড়ি ফরাক্কা থানার উত্তর মহাদেবনগর গ্রামে।

বাইক দুর্ঘটনায় মৃত্যু
বাইক চালিয়ে ফেরার পথে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয় রবিবার। তাঁর নাম গোলাম বিশ্বাস (২৪)। বাড়ি রঘুনাথগঞ্জে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.