টুকরো খবর |
ছাত্রী-বিক্ষোভে স্থগিত পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আবাসিক ছাত্রীদের বিক্ষোভের জেরে সোমবার ভেস্তে গেল মহিষাদল গার্লস কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা। বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে এই কলেজের ভগবতীদেবী ছাত্রী নিবাসে। হস্টেলে নিম্ন মানের খাবার ও নানা অব্যবস্থার বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন আবাসিক ছাত্রীরা। হস্টেল সুপার দেবপ্রসাদ সাহুর বিরুদ্ধে পক্ষপাত ও অশালীন আচরণেরও অভিযোগ রয়েছে। গত ১ অক্টোবর সুপারের পদত্যাগের দাবি করে কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দেন ছাত্রীরা। অধ্যক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন আবাসিক ছাত্রীরা। শনিবার কলেজ কর্তৃপক্ষ পুজোর পরে পরিচালন সমিতির বৈঠক ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে বিজ্ঞপ্তি দিলে আরও চটে যান তাঁরা। এরপরেই সোমবার কলেজের অধ্যাপক ও কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান আবাসিক ছাত্রীরা। তাঁদের বিক্ষোভের জেরে ভেস্তে যায় তিনটি বর্ষের ইংরেজি বিষয়ের অভ্যন্তরীণ পরীক্ষা। কলেজ অধ্যক্ষ উপলকুমার উত্থাসিনী বলেন, “ওই সুপার ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পরিচালন সমিতির বৈঠক না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেটা আমরা ছাত্রীদের জানিয়েছি। তা-ও কেন এই বিক্ষোভ করলেন ওঁরা, সেটা বোঝা গেল না।”
|
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার পর কেন্দ্রীয় সরকার এখন ‘ডুবন্ত জাহাজে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। রবিবার রাতে কাঁথি শহরের বড় ডাকঘর মোড়ে কেন্দ্রের জনবিরোধী নীতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে ডাকা তৃণমূল শিক্ষাসেলের এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “এক দিকে দেশের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ আর অন্য দিকে ডিজেল, রান্নার গ্যাসে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশাহারা।” দেশের স্বার্থে অবিলম্বে এই সরকারকে ক্ষমতাচ্যুত জনগণকে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান শিশিরবাবু। ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, শিক্ষাসেলের রাজ্য কমিটির সদস্য শরদিন্দু ভট্টাচার্য, শ্যামল বাখরা, সুবর্ণ হাজরা, উত্তম মণ্ডল প্রমুখ।
|
জওয়ানের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঘুমের মধ্যেই মৃত্যু হল সিআরপি’র এক জওয়ানের। মৃত বিলাল আহমেদ মগরার (২৫) জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা। ঝাড়গ্রাম শহরের কদমকাননে রয়েছে ১৮৪ ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার। সেখানেই মুখ্য শিবিরের জওয়ান ছিলেন বিলাল। সিআরপি কর্তৃপক্ষের দাবি, সোমবার ভোর তিনটে নাগাদ নিয়মমাফিক অন্য জওয়ানেরা উঠলেও বিলাল ওঠেননি। তাঁকে ডাকতে গিয়ে সহকর্মীরা দেখেন দেহ ঠান্ডা হয়ে গিয়েছে। ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সোমবার মৃতদেহের ময়না তদন্তের পর সিআরপি’র সদর দফতরে বিলালকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু। নিশ্চিত ভাবে তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
|
বিবেকানন্দ স্মরণে স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ব্লকের রোহিণী চৌধুরানী রুক্মিণীদেবী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত শনিবার নানা অনুষ্ঠান হল। বিবেকানন্দের জীবনী ও বাণী বিষয়ক আলোচনাসভার মুখ্য আলোচক ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী মায়াধীশানন্দ। ছিলেন সমাজসেবী হরিশচন্দ্র মহাপাত্র, প্রবীরকুমার ষড়ঙ্গী, সাঁকরাইলের বিডিও সৌরভ চট্টোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র প্রধান।
|
তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সিপিএম ও কংগ্রেসের কয়েকশো কর্মী যোগ দিলেন তৃণমূলে। সোমবার কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুরে এক অনুষ্ঠানে কংগ্রেসের ৫০০ জন ও সিপিএমের ৪০০ কর্মী দলবদল করেন। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেন জানান, দলে যোগ দেওয়া নতুন কর্মীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের ব্লক সহ-সভাপতি অশ্বিনী হাজরা, ব্লক সম্পাদক শেখ রুহুল আমিন, পঞ্চায়েত সমিতি সদস্য সাবিত্রী জানা, সিপিএমের ইনসের আলি, চন্দন নন্দ প্রমুখ। অন্য দিকে, রবিবার কাঁথি-৩ ব্লকের কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের দশমাইলে এক সভায় সিপিএমের শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেন।
|
জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
খেজুরি-১ ব্লকের কামদেবনগর, ভগবানপুর-২ ব্লকের কায়েমগেড়িয়া হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। পাশাপাশি, রামনগর-১ ব্লকের পল্লিভারতী অনিরুদ্ধ হাইস্কুলে নির্বাচনে জয়ী হয় তৃণমূল।
|
লালগড়ে সভা স্থগিত জয়রামের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের লালগড় সফর আপাতত বাতিল হচ্ছে। আগামী ১৬ অক্টোবর লালগড়ে সভা করার কথা ছিল জয়রামের। কিন্তু ওই দিন থেকে কংগ্রেসের সদস্য নবীকরণের কাজ শুরু হচ্ছে। সেই কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারবেন না বলে কংগ্রেস সূত্রের খবর। লক্ষ্মীপুজোর পরে সভা হতে পারে।
|
সুশান্তের সিএ |
প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের আপ্ত-সহায়ক (সিএ) দেবাশিস পাইন গোয়ালতোড় যেতে পারবেন। তবে পশ্চিম মেদিনীপুরের অন্যত্র যেতে পারবেন না দেবাশিসবাবু। নির্দেশ হাইকোর্টের। |
|