|
|
|
|
কেশপুরে সন্ত্রাস, নালিশ সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সন্ত্রাসের অবসান ও নিরাপত্তা চেয়ে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হল সিপিএমের কেশপুর জোনাল কমিটি। ৮ দফা দাবিতে কেশপুর থানার ওসি এবং বিডিওকে স্মারকলিপি দে সোমবার। নেতৃত্বে ছিলেন বিধায়ক তথা জোনাল সদস্য রামেশ্বর দোলুই, নন্দরানি ডল প্রমুখ। কেশপুরে সিপিএম সমর্থকদের কী অবস্থা, কী ভাবে তাঁরা তৃণমূলের অত্যাচারের শিকার এই সংক্রান্ত তথ্য সম্বলিত একটি রিপোর্টও প্রশাসনকে দিয়েছে সিপিএম।
সেই রিপোর্ট অনুসারে কেশপুরের ৩৮৫ জন সিপিএম সমর্থক ঘরছাড়া, ৯০ জনের বাড়ি ভাঙচুর করা হয়েছে, ১০২ জনকে চাষ বন্ধের হুমকি দেওয়া হয়েছে, ২০ জনের ব্যবসা বন্ধ। ২৭ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ৩ জন মাধ্যমিক স্কুলের শিক্ষক, ১২ জন পার্শ্বশিক্ষক, ৫ জন শিশুশিক্ষা স্কুলের শিক্ষক, ২০ জন অঙ্গনওয়াড়ী কর্মী, ৪ জন অশিক্ষক কর্মীকে কাজে যেতে বাধা দেওয়া হচ্ছে। আক্রান্ত হয়েছেন ৩৪০ জন দলীয় কর্মী। ২২৮টি সিপিএম সমর্থক পরিবারের কাছ থেকে ১ কোটি ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রামেশ্বরবাবু বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী উন্নয়ন ও শান্তি রক্ষার কথা বলছেন। কিন্তু কেশপুরে ঠিক তার উল্টোটা হচ্ছে। তাই প্রশাসনের কাছে পরিসংখ্যান দিয়ে আমরা দাবি জানিয়েছি, নিরাপত্তা দিয়ে সব মানুষকে বাড়ি ফেরাতে হবে, দোকান খোলার ব্যবস্থা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা করতে হবে। গ্রাম পঞ্চায়েতগুলিতে আমরা থাকলেও জোর করে তৃণমূল উল্টোপাল্টা কাজ করানোর চেষ্টা করছে, তা বন্ধ করতে হবে। সর্বস্তরের জনগণ যাতে শান্তিতে থাকে প্রশাসনকে সেই ব্যবস্থা করতে হবে।”
শীঘ্রই জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও মহকুমাশাসকের কাছেও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে সিপিএম। রামেশ্বরবাবু বলেন, “জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়ার জন্যও সময় চাওয়া হয়েছে। প্রশাসনের সব স্তরেই শান্তি রক্ষার ব্যাপারে আবেদন জানাব।” তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের কেশপুর ব্লকের সভাপতি তপন চক্রবর্তী বলেন, “কঙ্কাল কাণ্ড-সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার কারণেই ওরা এলাকা থেকে পালিয়েছে। আমাদের দলের কেউ কাউকে কোনও বাধা দেয়নি। যদি তাই হত, তাহলে বহু সিপিএম কর্মী-সমর্থক এখনও কেশপুরে রয়েছেন কী করে? রাজনীতি করার জন্যই এসব ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।” প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। |
|
|
|
|
|