মেদিনীপুর কলেজ থাকছে টিএমসিপি’রই
নোনয়নপত্র পেশের শেষ দিনই বিজয় মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। সংগঠনের কর্মী-সমর্থকেরা সবুজ আবির খেলায় মাতলেন। ১৮ অক্টোবর মেদিনীপুর কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দিন ছিল। তবে তার আগেই সংসদের দখল চলে এসেছে টিএমসিপি’র হাতে। তৃণমূলের ছাত্র সংগঠনের দাবি, সব মিলিয়ে ৬৩টি আসনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আসতে চলেছে। সোমবার বিকেলে বিজয় মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি। তাঁর বক্তব্য, “সংসদের ৮৯টি আসনের মধ্যে ৬৩ টি আসনে তো বিরোধী-প্রার্থীই নেই। সংসদ আমাদের দখলেই থাকছে। তাই এই মিছিল। আবির খেলা।” কলেজ সূত্রে খবর, মোট ১২৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। অধিকাংশই টিএমসিপি’র।
রাজ্যে পালাবদলের পর গত বছরই মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ টিএমসিপি দখল করে। ৮৭টি আসনের মধ্যে ভোট হয়েছিল ৬৪টিতে। এর মধ্যে টিএমসিপি পেয়েছিল ৫৫টি আসন। ডিএসও ৮টি, ছাত্র পরিষদ ১টি। গত বছর সেপ্টেম্বরেই এখানে সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে নির্বাচন স্থগিত রাখার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এসএফআই। তাদের অভিযোগ ছিল, সংগঠনের কর্মী-সমর্থকদের মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হয়নি। তখন হাইকোর্টের রায় ভোট স্থগিত হয়। পরে অবশ্য আদালতের যাবতীয় নির্দেশ মেনে ফের নভেম্বরে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেন কলেজ কর্তৃপক্ষ।
বিজয় মিছিল। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
টিএমসিপি’র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এ বারও তুলেছে এসএফআই, সিপি। এসএফআই মাত্র ২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সংগঠনের মেদিনীপুর কলেজ ইউনিটের সম্পাদক শেখ রাহুলের বক্তব্য, “নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। কলেজে ভোটের পরিবেশই নেই। আমাদের সমর্থকদের থেকে পরিচয়পত্র, অ্যাডমিট কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। পুরো বিষয়টিই আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।” অভিযোগ উড়িয়ে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রাকেশ সাহা বলেন, “প্রার্থী দিতে না- পেরেই এমন অভিযোগ করা হচ্ছে। সন্ত্রাস আগে ওরাই করেছে। আমরা নয়।” শনি ও সোমবার দু’দিন ধরে মনোনয়ন জমা নেওয়া হয়েছে। কলেজ সূত্রে খবর, শনিবার ৯৫ টি মনোনয়নপত্র জমা পড়ে। সোমবার আরও ২৮টি মনোনয়ন জমা হয়েছে। সব মিলিয়ে ১২৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। সংসদের ৮৯টি আসনের মধ্যে ৮৮টিতেই তাদের প্রার্থীরা মনোনয়ন দিয়েছেন বলে জানিয়েছে টিএমসিপি। ডিএসও’র সমর্থকেরা ২৩টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.