পুজোর ফ্রেম |
|
রামনগর বাজার
ব্যবসায়ী সমিতি |
|
ঠিকানা: রামনগর।
বয়স: ২৮তম বর্ষ।
ভিড় টানতে: বিভিন্ন আকার ও প্রকারের বোতাম দিয়ে দিল্লির বিশ্বনাথ মন্দিরের
অনুকরণে মণ্ডপ। সাবেক মৃন্ময়ী প্রতিমা। দৃষ্টিনন্দন আলোকসজ্জা।
প্রতিদিনই অনুষ্ঠান। থাকবেন চলচ্চিত্র তারকারাও।
খরচাপাতি: প্রায় ১৪ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: বাজারে পুজো হয় বলে সাধ থাকলেও বিশাল মণ্ডপ করা সম্ভব হয় না। পুজোর ক’টা দিন ব্যাপক যানজট হয়। যান নিয়ন্ত্রণের চেষ্টা করেও লাভ হয় না বিশেষ। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
নিতাই চরণ সার
পুজো কমিটির সম্পাদক |
|
নবীন চোখে: এই পুজো দেখতে আশপাশ থেকে প্রচুর লোকজন আসেন। তাই এলাকার এই পুজো আমাদের খুব গর্বের। কলকাতা থেকে চলচ্চিত্র তারকারা আসেন। তাঁদের কাছ থেকে দেখতে পাওয়াটা উপরি পাওনা।
মধুমিতা জানা
কলেজ ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: এখন দিন বদলেছে। পুজোয় ভক্তির চেয়ে মণ্ডপ, মূর্তির চাকচিক্যই প্রাধান্য পায়। তবে, এই পুজোকমিটি কিছু জনহিতকর কাজও করে থাকে। যা সত্যিই অভিনন্দনযোগ্য।
সুভাষচন্দ্র গিরি
অবসরপ্রাপ্ত শিক্ষক |
|
|