|
|
|
|
টুকরো খবর |
তৃণমূলের মিছিল ঘিরে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের মিছিল ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় শালবনিতে। তৃণমূল ও সিপিএমের কর্মী-সমর্থকেরা বচসায় জড়িয়ে পড়েন। হাতাহাতিও হয়। পরে স্থানীয় একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তবে পুলিশ তারাপদ দাস নামে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে। শালবনি থানার আইসি বিশ্বজিৎ সাহা বলেন, “একটা গোলমাল হয়েছিল। দ্রুত পদক্ষেপ করা হয়েছে।” কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে রবিবার বিকেলে শালবনিতে মিছিল করে তৃণমূল। নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো, দলের ব্লক সভাপতি নেপাল সিংহ প্রমুখ। তৃণমূলের অভিযোগ, মিছিলে ‘হামলা’ চালানোর পরিকল্পনা ছিল সিপিএমের। মিছিলের আগে দলের কয়েকটি পতাকা খুলে নেওয়া হয়। পতাকা খুলে নেওয়ার অভিযোগ করেছে সিপিএমও। সন্ধ্যায় ফের দু’পক্ষের বচসা বাধে। হাতাহাতি হয়। এরপরই স্থানীয় একটি ক্লাবে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ক্লাবটির নাম ‘বর্ণপরিচয়’। এখানে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে। সেই মূর্তি লক্ষ করে ইট-পাটকেল ছোড়া হয়। তৃণমূল অবশ্য ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন, “এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানি না।”
|
পুজো বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে এক বৈঠক হল কালেক্টরেটে। সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, ডিএসপি (ডিএন্ডটি) মনোজিৎ সমাদ্দার, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। পুজোর দিনগুলিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপস্থিত সকলের কাছেই এদিন আবেদন জানানো হয়েছে। কমিটিগুলিকে ঠিক কী কী নির্দেশ মেনে চলতে হবে, তাও জানানো হয়। |
|
|
|
|
|