পুজোর ফ্রেম |
|
রাঙামাটি সর্বজনীন
দুর্গাপুজো |
|
ঠিকানা: মেদিনীপুর/ রাঙামাটি।
বয়স: ৪৪তম বর্ষ।
ভিড় টানতে: দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে পুজোর মণ্ডপ। ভিতরে
থার্মোকল
কেটে সুন্দর কারুকার্য। সাবেক ঐতিহ্য ও নতুনত্বের ছোঁয়ায় অপরূপ প্রতিমা।
খরচাপাতি: প্রায় ১৩ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: প্রতি বছরই নতুন কিছু করার চেষ্টা করি। আশা করি, এ বারও আমাদের পুজো দর্শকের ভাল লাগবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন। এটা বড় প্রাপ্তি। মণ্ডপের আশপাশও সাজানো হয়।
দীনবন্ধু ঘোষ
পুজো উদ্যোক্তা |
|
নবীন চোখে: সকলের সঙ্গে ঠাকুর দেখার মজাই আলাদা। শুধু তো ঠাকুর দেখা নয়, সঙ্গে পেটপুজোও রয়েছে। মণ্ডপের পাশে মাঠে বসে খেতে খুব ভাল লাগে। এই ক’টা দিনের জন্যই তো বছরভরের অপেক্ষা।
বিল্বমঙ্গল নন্দী
শিক্ষক |
|
|
|
প্রবীণ চোখে: আগে পুজোয় এত আড়ম্বর হত না। তবে, আন্তরিকতা যেন একটু বেশিই ছিল। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। দিন বদলেছে। পুজোর জৌলুস বাড়ছে। সর্বত্র প্রতিযোগিতা। কে, কাকে টেক্কা দিতে পারে।
অমিয় ভট্টাচার্য
প্রাক্তন ফুটবলার |
|
|