দেশের জার্সি গায়ে শততম ম্যাচের আগেই সমস্যায় জেরবার অ্যাশলে কোল। জাতীয় দল এবং ক্লাব ফুটবলে শাস্তির রক্তচক্ষু তাঁর সামনে।
টুইটারে এফএ কর্তাদের ‘একদল নির্বোধ’ বলার দায়ে অভিযুক্ত রুনিদের লেফট ব্যাক কোল। এতেই শেষ নয়। বিতর্কিত এই মন্তব্য করে শৃঙ্খলাভঙ্গের জন্য কোলকে জরিমানাও করেছে তাঁর ক্লাব চেলসি। প্রাক বিশ্বকাপ ম্যাচের আগে কোলের ফুটবল জীবনে এই কালো মেঘ ঘনিয়ে আসায় স্বভাবতই চিন্তা বেড়েছে ইংল্যান্ড ম্যানেজার রয় হজসনের।
গত শুক্রবার ওই বিতর্কিত মন্তব্যের পর সোমবারই ফুটবলকে কলুষিত করার দায়ে ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে কোলের বিরুদ্ধে অভিযোগ আনে এফএ। বৃহস্পতিবার বিকেল চারটের মধ্যে তাঁকে এ ব্যাপারে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে সেখানে। দোষী প্রমাণিত হলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে তাঁর। |
শুক্রবারই প্রাক বিশ্বকাপে ঘরের মাঠে ইংল্যান্ডের প্রতিপক্ষ সান মারিনো। পরের বুধবার রুনিদের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে। ওয়ারশর সেই ম্যাচে নামলে ইংল্যান্ডের হয়ে ষষ্ঠ খেলোয়াড় হিসাবে একশো ম্যাচ খেলা হয়ে যাবে কোলের। এ দিনই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন কোল। কিন্তু এফএ-র বিজ্ঞপ্তিতে অভিযুক্ত হওয়ার পরেই কোলকে বাদ দেওয়ার অ্যালান শিয়ারারের মতো অনেকের ফোনই আসতে শুরু করেছে ইংল্যান্ড ম্যানেজার রয় হজসনের কাছে। যদিও এ ব্যাপারে নিজের মত জানাননি হজসন।
এখন প্রশ্ন গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগেই কোলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা! উল্লেখ্য, শুক্রবার বিতর্কিত ওই টুইটের পরেই ক্ষমা চেয়ে তা মুছে ফেলেছিলেন অভিযুক্ত এই ফুটবলার। বিশেষজ্ঞমহলের ধারণা, এ ক্ষেত্রে সেটি তাঁর পক্ষে যাওয়ায় জরিমানা দিয়ে রেহাই পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অ্যাশলে কোলের সামনে। |