বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কেভিন পিটারসেনের। তাড়া করে বেড়াচ্ছে সর্বত্র, সবসময়। এবার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিতর্কের উত্তাপ উনভব করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলও। ইংল্যান্ডের বোর্ড কর্তাদের সঙ্গে সে দেশের বোর্ডের রীতিমতো ঝগড়া বেধে যাওয়ার উপক্রম।
পিটারসেনকে নিয়ে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড কম ভোগেনি। এ সব ভোগান্তির পিছনে দক্ষিণ আফ্রিকার অবদান কম নয়, হঠাৎ এই মন্তব্য করেই গন্ডগোলটা করে ফেলেছেন ইসিবি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড কোলিয়ের। দক্ষিণ আফ্রিকার বোর্ডকর্তারা তীব্র প্রতিবাদ করেছেন কোলিয়েরের এই মন্তব্যের। পুরোপুরি মিথ্যা অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা।
কেপি নিজে অবশ্য এ সব বিতর্কের ধারেকাছে নেই। তিনি দিব্যি মজে ‘চিকেন ডান্স’-এ। ক্রিস গেইল যে নাচের জন্য বিখ্যাত, রবিবার ফাইনাল শুরুর আগে সেই একই নাচ নেচে গেইলকেই কড়া চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন কেপি। ক্রিকেটমহলের আলোচনা, দু’জনের মধ্যে কে বেশি ভাল নাচেন?
এ দিকে পিটারসেন-বিতর্কে কোলিয়েরের অভিযোগ, আগস্টে হেডিংলে টেস্টের সময় কেপি-কে আপত্তিজনক টেক্সট মেসেজ পাঠানোর ব্যপারে উৎসাহ জুগিয়েছিলেন মূলত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাই। এই মন্তব্য শুনে ব্যাপক চটেছেন ক্রিকেট সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত চিফ এক্সিকিউটিভ জাক ফল। তাঁর বক্তব্য, “এ সব কি আজেবাজে মন্তব্য করেছেন মিস্টার কোলিয়ের, জানি না। সম্পুর্ণ বাজে কথা এগুলো। সবচেয়ে হতাশাজনক ব্যাপার হল, এই কয়েকদিন আগেই লন্ডনে গিয়ে ওঁর সঙ্গে মুখোমুখি বৈঠক করে এলাম আমি। তখন কিন্তু উনি এই ব্যাপারটা নিয়ে কিছুই বললেন না। মিডিয়ার কাছে এই নিয়ে মুখ খোলার আগে আমার সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারতেন একবার। ইসিবি-র সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভাল। কখনও এইভাবে আমরা একে অপরের সঙ্গে ব্যবহার করিনি। হঠাৎ কী হল কে জানে?” পিটারসেনের বিষয়টি নিয়ে সিএসএ প্রধান বলেন, “বিষয়টা পুরোপুরি ইসিবি-র আভ্যন্তরীন। এর মধ্যে আমাদের টানা হলে তো মুশকিল। এর ফলে আমাদের ক্রিকেটারদের মনসংযোগ নষ্ট হবে।”
অভিযোগ উঠেছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন বিপক্ষের কয়েকজন ক্রিকেটারের মোবাইলে আপত্তিজনক মেসেজ পাঠিয়েছিলেন কেপি। কোলিয়ের মন্তব্য করেন, “দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটারের মেসেজের জবাবেই ওই পাল্টা মেসেজগুলো করেছিল কেপি। ওকে এইসব মেসেজ করার জন্য তাতিয়েছিল ওরা। সেই থেকেই গোটা ঘটনাটার শুরু।” সফরকারী সেই দলের ম্যানেজার মহম্মদ মোসাজিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, “আমাদের দলের ক্রিকেটারদের এভাবে কোনও ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টাটাই খুব অন্যায়।” |